রোদ ভালবাসি, ভালবাসি রোদেলা হাওয়া।
শরতের মেঘ ভালবাসি, ভালবাসি রোদেলা নদীজল।
সবুজ লাউয়ের মাচা ভালবাসি, ভালবাসি রোদেলা দুপুর।
পাকা আতার ঘ্রাণ ভালবাসি, ভালবাসি রোদেলা উঠোন।
মাছের খোলা ভালবাসি, ভালবাসি রোদেলা সরষে ক্ষেত।
রোদ ভালবাসি, ভালবাসি রোদেলা গাছের ছায়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


