সব কিছু এগিয়ে গেছে। এগিয়ে গেছে বাংলাদেশের রাজনীতি।
প্রতিভাবানরাই এখন রাজনীতি করে। বি,এন,পির একদল ব্যবসায়ী আছে।
যারা ব্যবসা নিয়ে পড়ে থাকে। আর সরকারের বিরুদ্ধে তর্ক করে।
এর বাহিরে তাদের রাজনীতি নাই। এরা বি,এন,পির গঠনতন্ত্র জীবনে একবারও পড়ে নাই। এরা চায় ব্যবসা করতে। বি,এন,পি এলে ব্যবসায়িক সুবিধা নিবে। তাই তারা বি,এন,পি করে।
এই তারা চায় বি,এন,পি নির্বচনে যাক। নির্বচনে গিয়ে বি,এন,পির প্রার্থী নির্বাচিত হলে লাভ হবে কি? সিলেট গাজীপুরের মেয়রের মত তারাও জেলখানায় গিয়ে মশা মারবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




