ব্লগের বর্তমান একটি বিষয় এবং হাসিন ভাইএর দৃষ্টি আকর্ষন
গত কয়েক দিন ধরে দেখছি ব্লগে গালাগাল / অশ্রাব্য ভাষা সহ পোষ্ট আসছে । কিছু হচ্ছে পোষ্টের মাধ্যমে কিছু কমেন্টের মাধ্যমে । ফ্লাডিং তো আছেই ।
অনেকে প্রমান দেখিয়েও পোষ্ট দিচ্ছেন । এই সমস্যার সমাধান প্রয়োজন । না হলে এমন দিন না দেখতে হয়ে যখন কোন ব্লগার পরিচিতদের সামনে
ফ্রন্টপেজ খুলতে সংকোচ বোধ করে ।
দেখা যাক সমস্যা কোথায় এবং সমাধান কি ?
১. হচ্ছে পোষ্টের মাধ্যমে ( ফ্রন্টপেজ নিয়ন্ত্রনকারী - এ্যাডমিন / মডারেটর )
২. হচ্ছে কমেন্টের মাধ্যমে ( নিয়ন্ত্রনকারী - ব্লগার )
# ১ম সমস্যার ক্ষেত্রে মডারেটর দের সঠিক/দ্রুত দায়িত্ব পালন ছাড়া কোন বিকল্প নেই
সামনে পরিক্ষা না হয় আমিই মডারেটরের মননয়ন পত্র জমা দিতাম
সেই ধরনের পোষ্ট দেখা মাত্রই স্বল্প সময়ের ব্যবধানে ফ্রন্টপেজ থেকে পোষ্ট সরিয়ে ফেলতে হবে ।
# ২য় সমস্যার ক্ষেত্রে ব্লগার সেই মন্তব্যগুলো মুছে ফেলতে পারে ।
তবে আমি যেই সমাধানের কথা বলতে চাচ্ছি সেটা হল ব্লগারের তার নিজের ব্লগে কোন নির্দিষ্ট ব্লগারের মন্তব্য করাকে ব্লক করা ।
অর্থাৎ সেই নির্দিষ্ট ব্লগার উক্ত ব্লগারের ব্লগে মন্তব্য করতে পারবেনা । তবে পরবর্তিতে চাইলে ব্লক উঠিয়ে নিতেও পারবে ।
আমি মনে করি ব্লগারের তার ব্লগে সকল রকম নিয়ন্ত্রন ক্ষমতা পাবার অধিকার রয়েছে ।
( এই ধরনের সুবিধার জন্য হাসিন ভাই এর দৃষ্টি আকর্ষন করছি )
- ধন্যবাদ -

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

