একটা সর্তকীরণ : ছবিগুলো আমার আর আরজুপনি খালার ক্যামেরা দিয়ে তোলা। ছবির মান খারাপের জন্য ক্যামেরাগুলো দায়ী । লেখক দায়ী না ।

নষ্ট কবির একটা বিখ্যাত পোজ....তা দেখে নিশাচর ভবঘুরের মিচকা হাসি দেওয়া

কোথায় আলোচনা,!! আড্ডায় হাস্যোজ্জ্বল মুহূর্তে বট গাছ খ্যাত জিশান
ভাই!

বোরিং ব্যাপার-স্যাপর এ অনেক কষ্টে মনোযোগ দেওয়া ব্যস্ত ব্লগার মৈত্রি

মনোযোগ দেওয়ার চেষ্টায় সুপান্হ সুরাহী

ভবঘুরে ভাইয়ের একটা পুরাই ব্যাপক পোজ

একটা গ্রুপ ফুটো...বামপাশ থেকে রাষ্ট্রপ্রধান -আমি-জিশান ভাই- পরের জনের নাম মনে নাই তার পাশে তূর্য ভাই ( যে কিনা সারাক্ষণ আমাদের সাথে আড্ডা দিছে অথচ আমার সাথে পরিচিত হয় নাই, তূর্য ভাইরে একটা মাইনাচ


)


পিছনের বাম পাশে ছাইরাছ হেলাল
ভাই!! এর পরের দুই জনরে নাম মনে নাই

পাশের রুমে হচ্ছে ব্যাপক আলোচনা.....কিন্তুই তাতে কারও মনোযোগ নাইক্কা.....( এদের দিয়া যে কি হপে !!!


) আড্ডায় এক মুহূর্তে

আলোচনা এক ফাকে আবর গ্রুপ ফটুক

এই ফটুক টা তোলার সময় আমি হামলায় পড়ে অর্ন্তভূক্ত হই

হাস্যোজ্জ্বল মহূর্তে নষ্ট কবি আর জিশান ভাই

আড্ডার এক মুহূর্ত

আরজুপনি খালার ব্যাফুক ইচমাইল

রাষ্ট্রপ্রধান এর সাথে ছবি তুলতে পেরে এই অভাগা গর্বিত বোধ করছে

রাষ্ট্রপ্রধান এর তোলা আরেকটা বস ফটুক ....যেইখানে আছে ডেসটিনি বলগার ছোট মির্জা.....চয়ন ভাই আর তন্ময় ভাই
বি:দ্র: ফুটোশপ এর কাজ না জানায় ফুটোগোলোরে আর সুন্দর করা গেলু না । এইজন্য সবার কাছে ক্ষমারপ্রার্থ
উৎসর্গ : আরজুপনি খালা (
তার ছবিগুলা নিয়া আমি পার্ট লইলাম....পুরবলেম নাই সন্তানদের সেই অধিকার আছে )আর শিপু ভাই
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩৩