বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মধ্যেই বঙ্গবন্ধুর পুনর্জন্ম ঘটেছে।- কবি নির্মলেন্দুর এই স্ট্যাটাসের সূত্র ধরে একটু আগে কবি নির্মলেন্দুকে নিয়ে একটি পোষ্ট দিয়েছিলাম।শিরোনাম ছিল বুইরা হলে মানুষ বিছানায় বাথরুম করে কত আবোল -তাবোল বকে কবি নির্মুলেন্দ না হয় একটু করল।পোষ্টটা দেখার পর আপনাদের হবু ভাবী বলল,তুমি মোটেই কাজটা ঠিক করনি ।
-কিভাবে ?
-শোন,শেখ হাসিনার বর্তমান শাসনামলের সাথে শেখ মুজিবের বাকশালের শাসনামলের কি কোন অমিল আছে ? মিডিয়া থেকে শুরু করে শিক্ষাঙ্গন,শেয়ারবাজার,খুন,হত্যা,সন্ত্রাস সবকিছু যেভাবে চলছে তাতে শেখ মুজিবের বাকশালকেও হার মানিয়েছে শেখ হাসিনা।
কবি ঠিকই বলেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মধ্যেই বঙ্গবন্ধুর পুনর্জন্ম ঘটেছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মধ্যেই বঙ্গবন্ধুর পুনর্জন্ম হয়েছে বলেই এই প্রজন্ম বাকশাল কি জিনিষ বাকশালী মানসিকতাদের কি মানসিকতা সেটা দেখতে পারছে ।
আপনাদের হবু ভাবীর এই যুক্তির সাথে আমি একমত। আসলেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মধ্যেই বঙ্গবন্ধুর পুনর্জন্ম ঘটেছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




