Windstruck (2004)
যারা কোরিয়ান মুভি দেখেন (অবিশ্বাস্য হলেও সত্য, বাংলাদেশে, এই সামুতে যে এত্তো কোরিয়ান মুভি লাভার আছে এটা যদি কোরিয়ানরা জানতো তাহলে নিশ্চই খুশি হতো) তারা নিশ্চই এই মুভিটা দেখেছেন। ২০০৪ এ মুক্তি পেলেও এটি ২০০১ এ মুক্তি পাওয়া My Sassy Girl এর আগে দেখতে হবে।
My Sassy Girl (2001)
Windstruck এর পরে এই মুভিটি দেখতে হবে যদিও মুক্তি পেয়েছে আগে। কাহিনীর একটা ধারাবাহিকতা আছে। ব্লগে খুব কম মুভি লাভারই আছেন যারা এটি দেখেননি। যারা নতুন, এখনো দেখেননি, তাদের জন্য।
A Moment to Remember (2004)
এই মুভি অনেকেই দেখেছেন। যারা এখনো দেখেননি, অবশ্যই দেখা উচিত।
Samson and Delilah (2009)
এই মুভিটা হয়তো সবাই দেখেননি। স্টেজভ্যুতে সার্চ দিয়ে পেয়েছিলাম। অসাধারণ একটা মুভি। সাইলেন্ট।
Titanic (1997)
টাইটানিক দেখেন নাই, এমন লোক কমই আছে। তবুও বিলম্বিত লিস্টে আনার লোভ সামলাতে পারলাম না। নবীনরা হয়তো কেউ কেউ এখনো দেখেননি।
[দ্বিতীয় পর্বে আরো কিছু ভালো মুভির সাথে পরিচিত করিয়ে দেয়ার আশা রইলো]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




