সকাল বেলাই মিজাজ বিলা হইয়া গেলো। এমনই বিলা যে নাস্তাটুকুঘ মুখে দিতে ইচ্ছা করতাছে না। আচ্ছা, এই সকাল বেলাতে কিরলাইগ্যা এই রকম বিলা খবর পাইলাম? জিগাইবেন, আরে মিয়া পুরান খবরে মিজাজ খারাপের কি আছে? আছে বইলাই তো কইতাছি। পুরা খবর কই তাইলে।
আপনেরা জানেন, আমাগো মন্ত্রি মিনিস্টাররা প্রায়ই ছাগলের মত ম্যা ম্যা কইরা থাকেন। এর আগে জঙ্গি জঙ্গি কইরা ফাল পারা ফারুক মিয়া আর সাহারা বিবির থোতা মুখ ভোঁতা হওনের পর অহন চুপ কইরা রইছে। ওই দিকে দিপু দিদিমনিও আগে চুপ কইরা ধরা থাইক্যা, যেই মুখ খুলছে (পিনাইক্যা ইস্যুতে), ওম্নেই হের উপর গজব নাযিল হইছে। অন্য মন্ত্রিরা কইতাছে, ইন্ডিয়ার নামে কিছু কওয়া ঠিক হয় নাই। তাইলে বুঝা গেছে, দিপুমনি আবার মুখে তালা দিবো।
ফারুক সাহারা দিপুমনি তলে গেলেও, আমাগো পানিমন্ত্রি রমেশ বাবুর খুঁটিটা বেশি মজবুত মনে হইতাছে। কিছুদিন আগে টিপাইমুখ বাঁধ নিয়ে আজব কথা কওয়াতে, রমেশ বাবু পাব্লিকের হাতে কথার জুতা খাইছে। সবাই মনে করছিল, হালায় সিধা হইবো। কেমনে কি? গতকাইল সব শরমের মাথা খাইয়া হে কয় বাধ হোউক আর যাই হোউক ইন্ডিয়ার লগে নাকি দোস্তি রাখতে হইবো। আজিব কেস ! মীর জাফর, জগৎ শেঠও মনে হয় ইমুন পা চাটা আছিলো না। আরে ! ইন্ডিয়ার লগে আমাগো দোস্টি আছিল কবে? আর হেরা তো যত কুকাম আঃ লিগের সময়েই করে। মুজিবের সময় ফারাক্কা, গোলামি চুক্তি, বেরুবাড়ি লইয়া যাওইয়া, রিলিফের মাল চুরি করা, সবই করছে। এখন হাসিনার সময় টিপাইমুখ, কড়িডোর। গত মাসেই বর্ডারে গুলি কইরা ৬০+ মানুষ মাইরা ফেলছে। এইটা কি দোস্তির নমুনা? রমেশের পাসপোর্ট চেক কইরা দেখা উচিত ওর জন্মস্থান আর স্থায়ি ঠিকানা কই আর ওরেও দোষ দেই কেমনে। দালালের মত কথা কইয়াও তো মন্ত্রিত্ব আছে। আমাগো বুবুজানের কানে না হয় দোষ, চোখে তো দেখেন? নাকি চোখও নস্ট হইয়া গেছে?
শর্টকাটে দ্বিতীয়টা কই। সমাজের বিবেক কয় জানেন তো? সাংবাদিক গো তাই না? কিয়ের কি? ওই সব পুরান কথা। ভুইলা যান। এই রকম মতলববাজ এক সাংবাদিক আছে, কিছুদিন পর পর ব্লগে আইসা ভ্যা ভ্যা করে। ওরে নাকি র্যাব মাইরা ফালাইতে লইসিলো, বাংলাদেশ ইসলামি জঙ্গিতে ভইরা গেছে, হিন্দুগো মাইরা সব ফানাফিল্লা কইরা ফালাইছে ইত্যাদি ইত্যাদি। অথচ আঃ লিগ ক্ষমতায় আসার পর, এই ব্যাটা কোলকাতায় গিয়া কইয়া আইছে " ইসলাম বর্বর ধর্ম, বাংলাদেশ থেকে ইসলামকে উচ্ছেদ করতে হবে" ইত্যাদি ইত্যাদি। যেই কোলকাতায় রায়টের ইতিহাস, গুজরাট আর বিহারের পরেই, ওই কোলকাতায় হেই ব্যাডা ওগো কাছে যায় বাংলাদেশের বদনাম করতে? কতটা চামচা হইলে হুদা কামে এই ব্যাডা কোলকাতায় পইড়া থাকতে পারে, চিন্তা করেন। আবার সাগরেদি লইসে এমন এক মছুয়ার, যে কিনা ক্যালকেশিয়ান পাবলিকরে বাংলাদেশি সাজাইয়া, বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার ভিডিও তুইল্যা বিদেশে দেখাইয়া বাহবা লয়।
হইতে পারে, হের গো বেতন বেশি না। কিন্তু লোভ আর চাহিদা বেশি। বিদেশে তসলিমার মত মাগনা ভাতা পাইলে, আর কি লাগে? এই কুবুদ্ধিতে সওয়ার হইয়া এই দালালটা বাংলাদেশে নামে যা খুশি কইয়া সভ্য সাজছে। আর ফিরিঙ্গিরাও ভোদাই। খালি ইসলাম আর বাংলাদেশের বদনাম গাইলেই হইলো। বাছ বিচার না কইরা ছাগল পালার ব্যাবস্থা করছে। যাউগ্যা, হেই মিয়ার বেকার ভাতা কনফার্ম হইছে, মাশাল্লাহ পরিবারও বিদেশে মাগনা থাকন খাওন পাইবো। এলায় চুপ যা। বেকার খা আর ঘোরাঘুরি মউজ ফুর্তি কর। দেশে পাইন মাইরা নিজের আখের তো গুছাইয়া লইসোস। আর কি চাস? কিন্তু না। একজাতের প্রানীরে ভালা যায়গায় রাকলেও, ঘুইরা ফিরা বিষ্ঠা আর কাদায় গড়াগড়ি করবোই। এর হইছে ওই অবস্থা। র্যাব এর উপর মিজাজ বিলা। ক্যান যে আগাছা সাফ করে নাই !
এর উপরে আবার আরেক ক্যাচাল। প্রথম আলু যে আঃ লিগ আর ইন্ডিয়ার দালাল সেইটা কওনের দরকার আছে? ইন্ডিয়া আর বাংলাদেশের এক্সপার্টরা যেইখানে কইতাছে , টিপাইমুখ হইলে, মণিপুর আর সিলেটের হাতে হারিকেন, তখন কই থেইকা এক কাসেম আলু ব্লগে উল্টা কথা লিখছে। আর কাসেম মিয়ার এই লেখা পাইয়া গদ গদ হইয়া আঃ লিগার আরেক ব্লগার সেইটা ছাপাইয়া মনে করতাছে, দেশের অনেক বড় কাম কইরা ফেলছে।
ভাইজান - বুবুজানেরা, এলায় আপনেরাই বিচার করেন, এই বেইন্যা বেলা এই সব খবর হুনলে মিজাজ বিলা হইবো কি হইবো না?
দোস্তির গুস্টি কিলাই ! পানির ফাস গলায় পড়মু না। ( একটি ঢাকাই পোস্ট)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১২টি মন্তব্য ১২টি উত্তর
আলোচিত ব্লগ
ছি , অবৈধ দখলদার॥ আজকের প্রতিটি অন্যায়ের বিচার হবে একদিন।

ধিক ‼️বর্তমান অবৈধভাবে দখলদার বর্তমান নরাধমদের। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে । বীর মুক্তিযোদ্ধাদের ক্ষমা চাইতে হলো ! রাজাকার তাজুলের অবৈধ আদালতে। এর চাইতে অবমাননা আর কিছুই হোতে পারেনা।... ...বাকিটুকু পড়ুন
আম্লিগকে স্থায়ীভাবে নিষিদ্ধে আর কোন বাধা নেই

মঈন উদ্দিন ফখর উদ্দিনের ওয়ান-ইলেভেনে সরকারের ২০০৮ সালের ডিসেম্বরে ভারতের সহায়তায় পাতানো নির্বাচনে হাসিনা ক্ষমতায় বসে। এরপরই পরিকল্পিত উপায়ে মাত্র দুই মাসের মধ্যে দেশপ্রেমিক সেনা অফিসারদের পর্যায়ক্রমে বিডিআরে পদায়ন... ...বাকিটুকু পড়ুন
মিশন: কাঁসার থালা–বাটি
বড় ভাই–ভাবীর ম্যারেজ ডে। কিছু একটা উপহার দেওয়া দরকার। কিন্তু সমস্যা হলো—ভাই আমার পোশাক–আশাক বা লাইফস্টাইল নিয়ে খুবই উদাসীন। এসব কিনে দেওয়া মানে পুরো টাকা জ্বলে ঠালা! আগের দেওয়া অনেক... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগের পাশাপাশি জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করা যেতে পারে ।

বাংলাদেশে আসলে দুইটা পক্ষের লোকজনই মূলত রাজনীতিটা নিয়ন্ত্রণ করে। একটা হলো স্বাধীনতার পক্ষের শক্তি এবং অন্যটি হলো স্বাধীনতার বিপক্ষ শক্তি। এর মাঝে আধা পক্ষ-বিপক্ষ শক্তি হিসেবে একটা রাজনৈতিক দল... ...বাকিটুকু পড়ুন
J K and Our liberation war১৯৭১


জ্যাঁ ক্যুয়ে ছিলেন একজন ফরাসি মানবতাবাদী যিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান হাইজ্যাক করেছিলেন। তিনি ৩ ডিসেম্বর, ১৯৭১ তারিখে প্যারিসের অরলি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।