এর আগে বেশ কিছু নাটক/টেলিফিল্ম লিখলেও, এই প্রথম আমার লেখা চূড়ান্ত রূপ পেল। ক্রিকেট পাগল আমাদের তারুণ্য এবং অগ্রজ, মাঝখানে আছে প্রেম, কখনো প্রেম-ক্রিকেট মুখোমুখি, কখনো সহযোগী। কিন্তু একটি এলবিডব্লিউ আতঙ্ক ঘিরে রাখে মোশারফকে। মাঝে আসে শহীদ মুস্তাক, শহীদ জুয়েলের গল্প, আসে রকিবুল হাসানের ব্যাটে লাগানো জয় বাংলা স্টিকারের হুংকারে মৃত্যু পরোয়ানা। সারাজীবন খেলার মাঝে ব্যর্থ একজন মানুষের চূড়ান্ত সফলতার দিন আতাতায়ী হয়ে সামনে দাঁড়ায় একটি বল, একটি এলবিডব্লিউ আতঙ্ক!
রচনা: তির্থক আহসান রুবেল
পরিচালনা: আশিক ইব্রাহীম
অভিনয়ে: অভিনয়ে: মোশারফ করীম, শখ, বীথি রাণী সরকার, সোহলে খান, কচি খন্দকার, তমাল, রকিবুল হাসান (সাবেক ক্রিকেটার), মাহমুদুল্লাহ রিয়াদ (জাতীয় ক্রিকেটার)
টিজার লিঙ্ক: এলবিডব্লিউ... টিজার
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




