ফল সীজন বা পাতা ঝরে পরার ঋতু এখন আমেরিকায়..বেশ ভাল লাগে দেখতে এই সময়ের প্রকৃতি! গাছগুলো যেন লাল টুকটুকে বউ সেজে থাকে, কি তার রঙের বাহার!--- গাড় লাল, মরচে লাল, খয়েরী, কমলা, হলুদ, আরও কত নাম না জানা রং! তবে আমি যেখানে কাজ করি,.. হাডসন রিভারের কাছাকাছি, সেখানে এই ফল কালারের সৌন্দর্য্যটা তেমন ধরা পরেনা..বরং আমার শহর থেকে দূরের ছোট্ট বাসা বাড়ীর আঙিনা আর তার চারপাশের দৃশ্য দেখতেই বেশী ভাল লাগে।গতকাল দুপুরে বাসায় বসে কাজ করতে করতে বাইরের দিকে তাকাতেই চোখটা জুড়িয়ে গেল,.. ফোন ক্যামেরায় তার কিছু মুহূর্ত ধরে রাখার চেস্টা করেছিলাম। আজকে আবার অফিসে এসেছি ইন-হাউজ কাজের জন্য, আর তাই লান্চ টাইমে ফাঁক পেয়ে কিছু ছবি তুললাম বাহিরের দালান কোঠা, হাডসন রিভার, আর ডাউন টাউন ম্যানহাটানের স্কাই লাইনের অপরূপ স্থীর কিছু মুহূর্তের ! আমাদের ডিপার্টমেন্ট টা ১৯ তলায়, সেজন্য ভিউটা খুব আকর্ষনীয়..আপনাদের সাথে শেয়ার করলাম, তবে বেশ তাড়াহুড়া আছে, ঘন্টা খানেক পরেই মিটিং!
ফল কালারে সেজেছে আমাদের ব্যাকইয়ার্ড..
রং আর রঙের খেলা..
প্রতিবেশীর গাছগুলোও আমাদের গাছের সাথে রঙের হোলীখেলায় মেতে উঠেছে!
ছোট্ট পাখীটা আমাদের বাসার সামনের ছোট্ট গাছটার ডালে বসে কি অবাক হয়ে এই রঙিন প্রকৃতি দেখছে!
ফল কালার এখানে নেই..তবে আকাশ, বিল্ডিং এর স্বচ্ছ কাঁচ, হাডসন নদী[র জলধারা..সবকিছু মিলে একটা নীল নীল রঙের শীতল আমেজ বইছে এখানেও!
[img|https://s3.amazonaws.com/somewherein/pictures/tithidor/tithidor-1666892937-eb683b5_xlarge.jpg
মিডটাউন আর ডাউনটাউন ম্যানহাটানের স্কাইলাইনের ভিউ, আমাদের অফিস থেকে..
নীল পাথরের কবিতা....
(ছবি গুলো সোজা করে দিতে পারলাম না, দুর ছাই!