দেশের কল্যাণে আরেকবার সুযোগ দিলে যা হবে......
১। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের কল্যাণ হয়
( বলার অপেক্ষা রাখেনা বি.এন.পি ক্ষমতায় থাকলে অকল্যাণ হয়)
২। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়
৩। সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গি মুক্ত হয়/থাকে।
৪। বর্তমান সরকার বিদ্যুতের ঘাটতি পূরণ করতে সফল হয়েছে।
৫। মিয়ানমারের সঙ্গে আইনি লড়াই করে সমুদ্র বিজয় করতে পারা। ২০১৪ সালে ভারতের সঙ্গেও আইনি লড়াইয়ে জিততে পারবো বলে আশা করা
৬। যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু এবং বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মাধ্যমে নির্বাচনী ওয়াদা পূরণ করা।
তাই দেশের কল্যাণ চাইলে আরেকবার সুযোগ দিন
এতকিছু যখন এই সরকার ক্ষমতায় থেকে আমাদের দিতে পারল তাই আগামীতে আরো বেশি দিবে এই আশায় থাকি। আমরা মেঙ্গো পিপল আমাদের জন্য কিছু কাঠাল পাতার যোগার কইরা রাখছে যেন আগামীতে এই কাঠাল পাতার লোভে আমরা আবার ৫ বছরের জন্য এই সুযোগ করেদেই প্রকাশ্য দিবালোকে বিশ্বজকে হত্যাকরতে পারেন। সাগর-রুনির মতো দম্পতিকে হত্যাকরতে পারেন,.................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




