৯ জন কুত্তা জাপিয়ে পরেছে রিনুর উপর, ছিড়ে ছিড়ে খাচ্ছে কয়েক মিনিট প্রচণ্ড চিৎকার, এখন স্তব্ধ, কেউ শুনেনি।
শুধু তাকিয়ে আছে মার দিকে, চোখ গুলো লাল হয়ে গেছে, পানি ঝড়ছে না।
মার ডাকে নাকি আল্লাহর আরশ কেপে যায়?
কই আরশ তো দুরের কথা শুনছে না কেউ, সব শেষ।
মা কিছুই করতে পারছে না, তাকে যে বেঁধে রেখেছে। মার কিছু করার নেই… শুধু বলছে "বাবারা একজন একজন করে আসো মেয়েটা আমার মরে যাবে।" এককবার ভাবেন কতটা অসহায় হলে একজন মা এমন টা বলতে পারে?
রিনু ক্লাস টেনের ছাত্রী, জেএসসি তে গোল্ডেন পেয়েছে। মাকে কথা দিছিলো ডাক্তার হবে। বাবা ছোট বেলাই মারা গেছে।
শত দুঃখ-কষ্টের মধ্যে থেকেও মা মানুষ করছে রিনুকে।
কিন্তু আজ মাকে দেওয়া কথার প্রতিধ্বনি ফিরে আসেনি এখন ও । শে................................................।
রিনু যে স্কুলে পড়ে সেই স্কুলে চেয়ারম্যান এর ছেলে অরিনও পরে। প্রতিদিন স্কুলে যাওয়া-আসার সময় অরিন রিনুকে ডিস্টার্ব করত।
একদিন স্কুল থেকে ফেরার সময় পথ আগলে ধরে অরিণ, এক মুহূর্ত্যে প্রেমের প্রস্তাব দেয়।
রিনু মুখে থুথু দিয়ে চলে আসে।।
তাই আজ অরিণ এর বখাটে বন্ধুদের নিয়ে…
ঘঠনাটা কাল্পনিক, কিন্তু সমাজে প্রতিনিয়ত চলছে লজ্জা জনক কিছু দৃশ্য।।
প্রতিবাদ করাও এখন অপরাধ।। ঘঠনা ঘঠিয়ে বুক উঁচু করে ঘুরে বেড়াচ্ছে জানোয়ার গুলো। কেউ বলার নেই। আর লজ্জার কথা ভেবে পরিবার নিঃশ্চুপ।।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




