
প্রথমেই মুক্ত স্বাধীন সামহোয়্যারইন ব্লগের সকল ব্লগার, পাঠক ও শুভাকাঙ্খীদের জানাই হৃদয়ের গহীনের আবেগাপ্লুত শুভেচ্ছা! আমরা সবাই জানি, দীর্ঘ আটটি মাস শৃঙ্খলিত থাকার পর আমাদের সবার প্রিয় তথা বাংলা ভাষা-ভাষীদের অন্যতম ব্লগ সাইট সামহোয়্যারইন ব্লগ আজ মুক্ত-বিহঙ্গ। মনের যত ভাব-আবেগ ডিজিটাল কালীতে একে অপরের সাথে বিনিময় করার এই জনপ্রিয় ব্লগ সাইট টি আট মাস বন্ধ থাকার ফলে এই মনের যে কি অবস্থা হয়েছিল সেটা ভাষায় প্রকাশ করা যাবে না!
ভিপিএন দিয়ে ঘুরিয়ে পেচিয়ে সাইটে ঢোকা আমার পক্ষে সম্ভব হয় নি। তাই, নতুন করে আমি ট্রাভেলার মাসুদ নতুন নতুন জায়গার বিস্তারিত বিবরণ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। জানি, আপনারা আমাকে আবার সেই আগের মতোই সাদরে গ্রহণ করবেন। আমার ব্লগে নিয়মিত ঢু মারবেন।
আমার পরিচয় সম্পর্কে বলতে গেলে আমি মূলত ভ্রমণ পাগল মানুষ। জানি না আমার সাথে চৈনিক পরিব্রাজক হিওয়েন সাঙ, আরবী প্ররিব্রাজক ইবনে বতুতার কোন মিল খুজে পাওয়া যাবে কি না। তবে, যাক বা না যাক, আমি ভালোবাসি ভ্রমণ, ঘুরি একাকী,পথে-প্রান্তরে।
সবশেষ, সামহোয়্যারইন ব্লগ অবমুক্ত। আসুন সাবাই আগের মতো উপস্থিত হয়ে জমজমাট সাহিত্য চর্চার আসর জমাই!!!
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




