
আই.ডি.এম বা ইন্টারনেট ডাঊনলোড ম্যানেজার হল ইন্টারনেট ব্যাবহারকারীদের প্রিয় একটি সফটওয়্যার। আমাদের এই শ্লো ইন্টারনেটের ব্যাবহারকারীদের জন্য খুবই দরকারী জিনিশ। আই.ডি এম দিয়ে আপনার ডাউনলোডগুলো পজ বা রিজিউম করতে পারবেন।
ফলে ডাউনলোড করতে পারবেন আরামে।
তাছাড়াও যেকোনো সাইট (যেমন ইঊটিঊব) থেকে ভিডিও ডাঊনলোড করা যায় এটা দ্বারা।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করুন
ডাউনলোড শেষ হলে idman.exe ফাইলটি ইনস্টল করুন।
ইনস্টলের এক পোর্যায়ে সিরিয়াল চাইবে, তখন ক্যানসেল এ ক্লিক করুন।এবার Patch করুন। প্যাচ নাউ-এ ক্লিক করুন। এবার স্টার্ট মেনু-অল প্রোগ্রামস- ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে ক্লিক করুন।
ব্যাস।
ডাউনলোড করুন আরামে।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




