স্লগিং এ যদিও ভালোই পিটিয়েছে (৯৮), তারপরও ওয়েস্ট ইন্ডিজ আজ মূলত সিঙ্গেলস আর ডাবলস উপর ভর করেই ২৭৪/৬ করে ফেলেছে। নব্য ষ্টার ব্যাটসম্যান ডওলিন সেন্ঞ্চুরি করেছে। কিন্তু এত বড় রান চেজ করতে দুই একজনের পক্ষে সম্ভব নয়।
এক্ষেত্রে প্রথম ম্যাচে এক রকম গা বাঁচানো ব্যাটিং করা আশরাফুলের জন্য আজ কঠিন পরীক্ষা। আজই তার কেরামতি দেখানোর দিন। অস্ট্রেলিয়ার সাথে যেরকম ইনিংস খেলেছিলেন সেরকম একটা খেললেই অনেকেই খুব বেশি মাইন্ড করা আর বজায় রাখবেন না
তামিম, জুনায়েদ ছাড়াও সাকিবের কাছ থেকেও প্রত্যাশিত দায়িত্বশীল ব্যাটিং সবাই আশা করে। কারন বাংলাদেশী ব্যাটসম্যানদের খুব বড় ইনিংস খেলার রেকর্ড একেবারেই কম। আর এত বড় ইনিংস এর পূর্বে চেজ করে জেতার রেকর্ড খুব সম্ভবত বাংলাদেশের নেই। তাই আজকে একটা রেকর্ডের আশা করা যায় বৈকি। দেখা যাক সামুর জন্য নতুন টপিক আসে কি না।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




