একদা বঙ্গদেশের ইন্টারনেট ব্যাবহারকারীদের জন্য একটি ওয়েব ব্লগ খোলা হইয়াছিল। সেই ব্লগে নানা ধর্মের নানা বর্ণের মানুষের সমাগম ঘটিতে লাগল। সেই নানা ধর্ম নানা বর্নের মানুষের ভেতর এক জন ব্যাক্তি ছিলেন যাহাকে সকলে জ্যামিতিক একটি উপাদান হিসেবে চিনিত। দুর্জনেরা তাহাকে তিনবাহু নাম দিয়াছিল। সেই সেই তিনবাহু সেখানে নানা রকম বিষয়ে তাহার মতামত ও বক্তব্য তুলে ধরিতে শুরু করিল। সবাই তাকে সাদরে গ্রহন করিয়া নিল। কেহ কেহ তাহার কাজে কিঞ্চিত বিরক্তও হইয়াছিল যতদুর শুনিয়াছি।
যাহা হউক, ইন্টারনেট দিন দিন সস্তা হইয়া যাইতে লাগিল। তাই বনে জঙ্গলেও ইন্টারনেটের ব্যাপ্তি ঘটিয়া গেল। বন জঙ্গল হইতে ব্লগে নানারুপ প্রানী ঢুকিতে লাগিল।তাহারাও সেই ওয়েব ব্লগের সন্ধান পাইয়া গেল। কিন্তু তাহারা তো আর মনুষ্য জাতি নহে। তাহাদের তো সুন্দর শোভনীয় পরিবেশ সম্পর্কে ধারনা থাকার কথা নহে। তাই তাহারা নানা রকম অশ্লীল ছবি কথাবার্তা দিয়া দিয়া ব্লগের পরিবেশ নষ্ট করিতে শুরু করিল। ব্লগে জঙ্গল থেকে নানারুপ প্রাণী আসিতেছে এবং তাহারা পরিবেশ নষ্ট করিতেছে দেখিয়া আমাদের গল্পের নায়ক তিনবাহু কিছুটা বিরক্ত হইলো। তাই duv` cvwZqv সে কিছু প্রাণী ধরিয়া তাহাদের মালিকের সন্ধান করিতে লাগিল। কিন্তু কেহই তাহাদের মালিকানা দাবী করিতে এগিয়ে আসিল না। অগত্যা তাহাদের আবার ছাড়িয়া দিতে হইলো। সেই প্রাণীগুলো ছাড়া পাইয়া তো মহাখুশি। সাথে মহা বিরক্তও হইলো তিনবাহুর উপরে।
এরই ভেতর আমাদের গল্পের নায়ক তিনবাহু নানারুপ মূল্যবোধ না কি যেন কহিয়া কহিয়া সবার কাছে বেশ কদর পাইতে শুরু করিয়াছে। ব্লগ কতৃপক্ষ এইসব দেখিয়া তাহাকে একদিন [link|http://www.somewhereinblog.net/madhabiblog/post/10816|

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



