এই ব্লগে অনেক মতানুসারী রয়েছেন। সবার সাথে সবার মত মিলবে না এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে যা খুশি তাই বলার অধিকার আপনি অর্জন করেননি।
"আব্দুল্লাহর পোলা মুহাম্মদ (সাঃ)" বলতে আপনি কি বুঝাতে চান? "মুহাম্মদের আল্লাহ" মানেইবা কি? আপনার বিশ্রি ভাষাগুলো আর যে ক্ষেত্রেই প্রয়োগ করেন না কেন আমাদের রাসুলের ব্যাপারে প্রয়োগ করতে আসবেন না।
আপনি আমাদের বিশ্বাসের অনুসারী না হতে পারেন। আমরা আপনাকে জোর করছি না আমাদের মত বিশ্বাসী হতে। আপনার ভাল না লাগলে আপনি আপনার মত চলুন। আমাদের কিছু যায় আসে না। কিন্তু নাস্তিক হলেই আস্তিকদের মহাপুরুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপের স্বরে কথা বলতে হবে কেন? মুহাম্মদ (সাঃ) নিয়ে কথা বলার সময় অবশ্যই আপনাকে ভদ্র ও শালীন ভাষা ব্যাবহার করতে হবে। নতুবা এই বিষয়ে আপনার কিছু বলার প্রয়োজন নেই।
আমি আপনার এই ধরনের ব্যাবহারের কঠোর প্রতিবাদ জানাচ্ছি। এবং প্রতিকী প্রতিবাদ হিসেবে আমার ব্লগে করা আপনার সকল মন্তব্য মুছে দিচ্ছি।
----------------------------------------------------------------------------------
(ছবি আকারে দেয়া চোরের মন্তব্যটি এই ব্লগের একজন ব্লগার "শোহেইল মতাহির চৌধুরি"'র "ইসলাম শুধু আপনাদের বাপ-দাদার না" পোষ্ট থেকে নেয়া হয়েছে। মন্তব্যটির একটি লাইনের বেশ কিছুটা সেনসর করা হয়েছে আপত্তিকর ভাষা ব্যাবহার করার কারনে।)
প্রায় ৬০ টির মত অপ্রাসঙ্গিক, নিন্মরুচির আচরনের বহ্নিপ্রকাশ ও ব্যাক্তিগত আক্রমনমূলক মন্তব্য মুছে ফেলা হয়েছে।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১০ রাত ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



