টপিক হেডিং দেখেই আমাকে মারবার জন্য সবাই হাতের কাছে যা কিছু আছে নিয়ে প্রস্তুত হয়ে গিয়েছেন নিশ্চই? একটু দাড়ান... মারার আগে একটু কষ্ট করে পড়ুন...
আমি রহমান পিয়াল নামের একজন লিখেছেন তার ব্লগে রাজাকারদের প্রবেশ নিষেধ। রাজাকারদের কমেন্টস মুছে ফেলা হবে দেখা মাত্রই...
আমি একটি পোষ্ট করেছিলাম... পর পর তিনবার মুছা হলো.. তাহলে কি আমি রাজাকার? আসুন এবার পিয়াল সাহেব রাজাকর বলতে কি বুঝেন তা নিয়ে একটু ব্লগবগাই... পিয়াল সাহেবের মতে যারা ইসলাম নিয়ে চিন্ত করে বা যারা ধার্মিক তারা সবাই রাজাকার... অন্তত আমার ব্যাপারে তাই বুঝতে পারলাম। পিয়াল সাহেব নবীজিকে নিয়ে একটু মশকরা করার চেষ্ট করেছিলেন ইনডাইরেক্টলি... পোষ্ট দিয়েছিলাম 'ভাই সব কিছু নিয়ে মজা করা কি ঠিক?' ... তাই আমার ভাগ্যে জুটল রাজাকার খেতাব।
এখন পাঠক আপনারাই চিন্তা করু একজন মুসলিম হিসেবে আপনি কি করতেন? তাহলেই পেয়ে যাবেন উত্তর... আপনি রাজাকার কিনা (পিয়াল সাহেবের মতে)।
আমার মনে হয় এই সাইটের 98% ই রাজাকার খেতাব পাবে একটু চিন্তা করে দেখলেই। তাই বলছিলাম আরকি... এই সাইটে 98% ই রাজাকার!
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ২:২৪