তোমার দিকে তাকাতাম না বলে একদিন
তুমি আমার পথ আগলে ধরেছিলে
তারপর শক্ত কথায় বললে আজ তুমি আমার কথা শুনতে হবে,
হঠাৎ তোমার চোখে মুখে আমি কিসের দ্যুতি দেখতে পেলাম
তারপর তুমি শুরু করলে আমার চোখের দিকে তাকিয়ে
আমার হাত দুটি ধরে;
তোমার মনে আছে তুমি বলেছিলে আমায়
বিশ্বাস কর গালগল্প নয়, মরমী
আকাশে ছিল কাজল মেঘ
চোখে তুমি ছিলে ধ্রুবতারা
রাশি রাশি অরণ্যের মতো আলুথালু কত কালো চুল
দীর্ঘশ্বাস হয়ে উড়ে গেছে সর্বস্বান্ত মেঘে
সে হলু বিকেলে দেবী, তার তীব্র বেগে
কত ভুল ফুঠেছিল দু চোখে ব্যাকুল নল হয়ে
দময়ন্তী দীর্ঘশ্বাসে খুজেছি তোমাকে.....
সে কি নিস্ফল?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


