somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাদের প্রেম কোন নীলচোখের প্রিয়তমার জন্য নয়। বরং দেশমাতৃকার জন্য- মানবতার প্রেম

২৯ শে মার্চ, ২০১০ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুত্র- ফেসবুক।। জাফর ইকবাল স্যারকে কেন্দ্র করে লেখাটি রচিত
আমার ক্যাডেট কলেজের এক ছোট ভাই এ বছর একই সাথে ঢাকা বিশ্বাবদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান (applied physics) এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগে ভর্তির সুযোগ পায়। সে ঢাবি’র ফলিত পদার্থাবজ্ঞান ছেড়ে শাবিপ্রবি-তে ভর্তি হয়। কারণ সেখানে জাফর ইকবাল স্যার আছেন। জাফর ইকবাল স্যারের প্রতি তরুণ প্রজন্মের এ আস্থা ও ভালোবাসা আমাকে মুগ্ধ করে।

গতবছর ডিজিটাল বাংলাদেশের বিদ্যুত খরচ কমানোর উদ্দেশ্যে সরকার ঘড়ির কাঁটা একঘন্টা এগিয়ে আনে। ঘড়ির কাঁটা এগিয়ে আনার ফলে সরকারের কোন লাভ হয়েছে কিনা তা জানা না গেলেও এটা জানা গেছে যে, এতে জনগণকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছিল। সবচেয়ে বেশি বিপত্তি হয়েছে স্কুলগামী শিশুদের। কাকডাকা ভোরে, এমনকি ফযরের নামাযের অনেক আগে, রাতের আঁধার ভেঙে তাদের স্কুলে যেতে হয়েছে। এ বছরও এপ্রিলের প্রথম দিনে ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে আনার পরিকল্পনা ছিল। কিন্তু পত্রপত্রিকায় জাফর ইকবাল স্যারের কয়েকটি কলাম পড়ে সরকারের ভাবোদয় হয়। মন্ত্রীপরিষদ ঘড়ির কাঁটা এগিয়ে আনার সিদ্ধান্ত বাতিল করে। জাফর ইকবাল স্যারের এ ক্ষমতা বিশাল একটি ব্যাপার। তাঁর এ ক্ষমতাও আমাকে বিমোহিত করে।

জাফর ইকবাল স্যারের মত কয়েকজন প্রগতিশীল বুদ্ধিজীবীদের সহযোগিতায় প্রতিবছরই দেশের প্রায় সব জায়গাতেই গণিত অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগিতার মত অনুষ্ঠান আয়োজন করা হয়। এ অনুষ্ঠানগুলো সফল করার জন্য জাফর ইকবাল স্যারের পেরেশানি আমি কিছুটা হলেও অনুধাবন করতে পারি। গত কয়েক বছর ধরে এ অনুষ্ঠানগুলো আমাদের তরুণ প্রজন্মের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু কয়েক বছর আগে গণিত অলিম্পিয়াডে জাফর ইকবাল স্যারের একটি আচরণ আমাকে খুব পীড়া দেয়। আমি তখন ক্যাডেট কলেজে পড়ি। আমার কিছু বন্ধুরা কলেজের পক্ষ থেকে গণিত অলিম্পিয়াডে অংশ নিতে যায়। সেখানে প্রধান অতিথি ছিলেন জাফর ইকবাল স্যার। আমার এক বন্ধু স্যারের খুব ভক্ত ছিল। তার খুব ইচ্ছা ছিল স্যারকে সরাসরি কিছু প্রশ্ন করবে। এ কারণে প্রশ্নোত্তর পর্বের সময় সে অনেকক্ষণ হাত তুলে বষে ছিল। কিনাতু স্যঅন তার প্রশ্ন শুনেননি। পরে আমার সে বন্ধুটি কাগজে লিখে প্রশ্ন করেছিল। কিন্তু তিঁনি কাগজে লেখা সব প্রশ্নের জবাব দিলেও আমার বন্ধুটির প্রশ্নের জবাব দেননি। পরে জেনেছি আমার বন্ধুর অপরাধ ছিল সে ক্যাডেট কলেজের ছাত্র। স্যার নাকি আবার ক্যাডেট কলেজের ছাত্র পছন্দ করেন না। কিন্তু যাকে পছন্দ করিনা তার প্রশ্নের উত্তর দেয়া কি নাজায়েয ????

জাফর ইকবাল স্যার আমাদের তরুণ প্রজন্মের প্রতি গভীর মমতা পোষণ করেন। নতুন প্রজন্মকে নিয়ে তিনি অনেক স্বপ্ন দেখেন। কিন্তু যাদের নিয়ে তিনি স্বপ্ন দেখেন, তাদের সাথে আমি যখন কথা বলি, সমাজ-স্বদেশ-স্বাধীনতা নিয়ে আমার চিন্তাগুলো যখন তাদের সাথে ভাগ করি, তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায়। কারণ এ তরুণ প্রজন্ম নিজেদের djuice generation বলে পরিচয় দেয়। তাদের চিন্তার বিষয়গুলো হল আড্ডা, বন্ধু, গান আর হারিয়ে যাওয়া তরুণদের আড্ডায় সমাজ-সংস্কৃতি-রাজনীতি ও অর্থনীতি নিয়ে অনেক সৃজনশীল ভাবনা উঠে আসে। যার প্রমাণ আমরা ৫২, ৬৯, ৭১, ৯০ সহ অনেকবার পেয়েছি। কিন্তু বর্তমান সময়ে তরুণদের আড্ডা জুড়ে থাকে নারী ,প্রেম, গার্লফ্রেন্ড, পরকীয়া, ব্লুফিল্ম, লিভটুগেদার, হিন্দি সিরিয়াল কিংবা হাল আমলের ফ্যাশনের গল্প। আর এই গল্পগুলো করতে করতে তারা হারিয়ে যায় জাঁকজমকপূর্ণ পাশ্চাত্যের আভিজাত্যে। অথচ ক্ষুধা-দারিদ্র্যে দু’বেলা দু’মুঠো পেট পুরে খেতে পায়না আমাদের দেশের মানুষ, আইলা-সিডর দুর্গতদের পাশে দাঁড়ানোর কেউ নেই, চোখ রাঙিয়ে আমাদের সম্পদ কেড়ে নেয় প্রাতবেশী বড় ভাই, আমাদের সমুদ্রসীমা নিয়ে টানাটানি চলে, দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে আমাদের গার্মেন্টস্-এর দিদিমণিরা মাস শেষে মাইনে পায় মাত্র ৬০০-৯০০ টাকা, আমাদের শিশুরাও রক্ষা পায়না লম্পট ধর্ষকের লোলুপ দৃষ্টি থেকে। এমনকি আমাদের যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের ভিক্ষে করে জীবন চালাতে হয়। অথচ আমাদের তরুণরা ক্যাটস আই কিংবা এক্সটেসি’র শার্ট আর বেলবটম জিন্স পরে, প্লেবয়ের সুরভি ছড়িয়ে, ম্যাকডোনাল্ডসের হ্যামবার্গার ও পেপসির ক্যান হাতে নিয়ে, তাদের মেয়েবন্ধুদের কাঁধে হাত রেখে পুজিঁর জৌলুসে ভবিষ্যত্ এর স্বপ্ন আঁকে। এদের নিয়ে জাফর ইকবাল স্যার স্বপ্ন দেখেন। কিন্তু কিভাবে? আমি অনেকবার কল্পনা করার চেষ্টা করেছি। কিন্তু বুঝতে পারিনি।
জাতি হিসেবে আমরা খুব উত্সবপ্রিয়। তাই বছরের বিশেষ দিনগুলোতে আমরা অনেক অনুষ্ঠান আয়োজন করি। সেসব অনুষ্ঠানে জাফর ইকবাল স্যাররা আমন্ত্রিত হন। আমাদের তরুণসমাজও সেদিনগুলোতে দেশীয় সাজে সেজে, হাতে-মাথায় জাতীয় পতাকা বেঁধে, গানে ও স্লোগানে দেশপ্রেম জাহির করে। এসব দেখে স্যার হয়ত ছেলেমানুষী আনন্দ ও অহংকার অনুভব করেন। এই আনন্দ ও অহংকারই বোধহয় তাকে তরুণ প্রজন্ম নিয়ে স্বপ্ন দেখার সাহস যোগায়। কিন্তু আমি যখন এদেরকেই বছরের অন্য দিনগুলোতে চাঁদাবাজি করতে দেখি, সাধারণ ছাত্রদের অনৈতিক কাজে বাধ্য করতে দেখি, নিজেরা পরস্পর দু’ভাগে বিভক্ত হয়ে অস্ত্রবাজি করতে দেখি, এদের দ্বারা রোগীর সাথে আসা দর্শনার্থীকে ধর্ষন করার কথা শুনি, তখন আমার খুব ভয় হয়। এই প্রজন্ম স্বপ্ন দেখা তো দূরে থাক- স্বাধীনতা রক্ষা করতে পারবে তো????

এই বছর স্বাধীনতা দিবসে জাফর ইকবাল স্যার চমত্কার একটি কলাম লিখেছেন। এই কলামে তিনি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে চেয়েছেন। মুক্তিযুদ্ধের প্রতি স্যারের আবেগ, ভালোবাসা সত্যিই প্রেরণাদায়ক। কলামের এক জায়গায় স্যার লিখেছেন, ছাত্রশিবিরের ছেলেদের প্রতি তিনি নাকি একধরনের করুণা অনুভব করেন। তাঁর মতে ছাত্রশিবিরের সদস্যরা হর এ দেশের সবচেয়ে দুর্ভাগা শ্রেণী। কারণ তারা নাকি গান গায়না, কবিতা আবৃত্তি করেনা, নাটক করেনা, কনসার্ট করেনা, এমনকি প্রেমও করেনা। সবচেয়ে বড় কথা তারা নাকি দেশকে নিয়ে স্বপ্ন দেখেনা, দেশকে ভালোবাসেনা। আমার কিছু বন্ধু আছে যারা ছাত্রশিবিরের সদস্য। সংখ্যায় হয়ত তারা কম, কিন্তু তাদের চিন্তা-ভাবনা অনেক বেশি পরিণত। তারা দেশকে অনেক বেশি ভালোবাশে, দেশ নিয়ে স্বপ্ন দেখে, দেশের জন্য চিন্তা করে। তারাও নাটক করে, কবিতা আবৃত্তি করে, গান গায়, তর্ক-বিতর্ক করে। এমনকি তারা প্রেমও করে। তবে তাদের প্রেম কোন নীলচোখের প্রিয়তমার জন্য নয়। বরং দেশমাতৃকার জন্য- মানবতার প্রেম। আমি যখন তাদের সাথে কথা বলি, তখন জাফর ইকবাল স্যারকে আমার খুব দুর্ভাগা মনে হয়। কেননা তিঁনি নাকি ছাত্রশিবিরের কোন সদস্যকেই চিনেননা। আমার কাছে মনে হয়, এতে তিঁনি একদল নিষ্পাপ, প্রগতিশীল, দেশপ্রেমিক, স্বপ্নবাজ তরুণের সৃজনশীল চিন্তা ও গবেষণা থেকে বঞ্চিত। এদের বাদ দিয়ে তিঁনি এমন একদল তরুণদের নিয়ে দেশ গড়ার স্বপ্ন দেখছেন যাদের স্বপ্নগুলোও পুঁজির পণ্যে পরিণত।

আরেকটি কারণে জাফর ইকবাল স্যারের প্রতি আমি একধরনের করুণা অনুভব করি। আমাদের দেশের শতকরা ৯০ ভাগ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। তারা সবাই প্রাণ দিয়ে ইসলামকে ভালোবাসে। ইসলামপ্রিয় এ মানুষগুলো বিশ্বাস করে স্রষ্টার উপর বিশ্বাস থাকলেই একদিন না একদিন জান্নাতে যাওয়া যাবে। কিন্তু স্রষ্টার অস্তিত্বে অবিশ্বাসী হলে চিরস্থায়ী আবাস জাহান্নাম। লোকমুখে শুনেছি, আমাদের শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার নাকি স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করেননা। কিন্তু যদি সত্যি সত্যি স্রষ্টা বলে কেউ থেকে থাকেন, জান্নাত-জাহান্নামও থাকে, তখন স্যারের কি অবস্থা হবে????

স্বাধীনতার এ মাসে আমাদের সবারই ভবিষ্যত্ নিয়ে কথা বলতে ইচ্ছা করে, স্বপ্ন দেখতে ইচ্ছা করে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, স্বাধীনতার চেতনা জাতীয় ঐক্যের, বিভক্তির নয়। তাই আসুন ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি।

[ লেখাটি ফেসবুক থেকে সংগৃহীত। সূত্র উপরে লিংক দেওয়া হয়েছে।]
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১০ বিকাল ৫:৪৮
১৭টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেতানিয়াহুও গনহত্যার দায়ে ঘৃণিত নায়ক হিসাবেই ইতিহাসে স্থান করে নিবে

লিখেছেন ঢাকার লোক, ০৭ ই মে, ২০২৪ রাত ১২:৩৮

গত উইকেন্ডে খোদ ইজরাইলে হাজার হাজার ইজরাইলি জনতা নেতানিয়াহুর সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে।
দেখুন, https://www.youtube.com/shorts/HlFc6IxFeRA
ফিলিস্তিনিদের উচ্ছেদ করার উদ্দেশ্যে নেতানিয়াহুর এই হত্যাযজ্ঞ ইজরায়েলকে কতটা নিরাপদ করবে জনসাধারণ আজ সন্দিহান। বরং এতে... ...বাকিটুকু পড়ুন

খুন হয়ে বসে আছি সেই কবে

লিখেছেন জিএম হারুন -অর -রশিদ, ০৭ ই মে, ২০২৪ রাত ২:৩১


আশেপাশের কেউই টের পাইনি
খুন হয়ে বসে আছি সেই কবে ।

প্রথমবার যখন খুন হলাম
সেই কি কষ্ট!
সেই কষ্ট একবারের জন্যও ভুলতে পারিনি এখনো।

ছয় বছর বয়সে মহল্লায় চড়ুইভাতি খেলতে গিয়ে প্রায় দ্বিগুন... ...বাকিটুকু পড়ুন

জাম গাছ (জামুন কা পেড়)

লিখেছেন সায়েমুজজ্জামান, ০৭ ই মে, ২০২৪ সকাল ৯:০৩

মূল: কৃষণ চন্দর
অনুবাদ: কাজী সায়েমুজ্জামান

গত রাতে ভয়াবহ ঝড় হয়েছে। সেই ঝড়ে সচিবালয়ের লনে একটি জাম গাছ পড়ে গেছে। সকালে মালী দেখলো এক লোক গাছের নিচে চাপা পড়ে আছে।

... ...বাকিটুকু পড়ুন

অনির্বাণ শিখা

লিখেছেন নীলসাধু, ০৭ ই মে, ২০২৪ দুপুর ১:৩১



রাত ন’টার মত বাজে। আমি কি যেন লিখছি হঠাৎ আমার মেজো মেয়ে ছুটতে ছুটতে এসে বলল, বাবা একজন খুব বিখ্যাত মানুষ তোমাকে টেলিফোন করেছেন।

আমি দেখলাম আমার মেয়ের মুখ উত্তেজনায়... ...বাকিটুকু পড়ুন

=ইয়াম্মি খুব টেস্ট=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই মে, ২০২৪ বিকাল ৪:১৪



©কাজী ফাতেমা ছবি
সবুজ আমের কুচি কুচি
কাঁচা লংকা সাথে
ঝালে ঝুলে, সাথে চিনি
কচলে নরম হাতে....

মিষ্টি ঝালের সংমিশ্রনে
ভর্তা কি কয় তারে!
খেলে পরে একবার, খেতে
ইচ্ছে বারে বারে।

ভর্তার আস্বাদ লাগলো জিভে
ইয়াম্মি খুব টেস্ট
গ্রীষ্মের... ...বাকিটুকু পড়ুন

×