সবাই মিলে একটা কুফা দিন ঠিক করলাম ১৮ ফেবুয়ারী , রাতে ঢাকা থেকে রওনা হব ঠিক করলাম। আমরা ৪ জন । ১৭ তারিখে সকালে কলাবাগানে গরু খোজা করে ৪ টা টেকনাফের টিকিট কাটলাম। সেই ট্যুর টাতে তোলা কিছু ছবি এখানে দিলাম
বাসে

সকালে বাস থেকে নেমেই ঝামেলায় পরলাম । একটানা ৩ দিন সরকারী ছুটি থাকার কারনে শত শত পর্যটক সেন্টমার্টিন যাওয়ার উদ্দেশ্যে এখানে উপস্থিত , জাহাজের টিকিট নাকি আগেই শেষ । কি করব ভাবতে লাগ্লাম আর মন খারাপ করে ঘুরতে লাগ্লাম।
হঠাত এমন একজনের সাথে দেখা হয়ে গেল , যার কাছে ১০ টা এক্সটা টিকেট আছে । কিনে ফেললাম ৪ টা ১০০০ করে আর লাফাইতে লাগ্লাম।জাহাজ ছাড়ার পর আরেক কাহিনি , জাহাজে নাকি যাত্রী বেশি।কোস্টগার্ড আটকায়ে ফেলল সবগুলা জাহাজ । অনেক
ঝামেলার পর ১১ টার দিকে জাহাজ ছাড়ল । যাত্রী নামায়ে নিল ২০-৩০ জন । আর একটা জাহাজ দেখে তো সদরঘাটের লঞ্চের কথা মনে পরে গেল। ৮/৯ টা জাহাজ রওনা হইল।
জাহাজ থেকে দেখা মায়ানমার

জাহাজ ঘাট

রেখে আসা সমুদ্র - আবার যেতে চাই তোমার কাছে

ঐ দেখা যায় মোবাইলের টাওয়ার



এর পর থাকার জায়গা খুজতে খুজতে কাহিল হয়া গেলাম । এক ডাব আলা পস্তাব দিল তার দোকানে থাকার ১০০০ টাকার বিনিময়ে । পরে বাজারে আরেক জন আরেকটা ঘর দেখাইল প্রতিরাত ২০০০ ৳ । রাজি হয়া গেলাম

কেউ একজন সমুদের সাথে বেচাকেনার জন্য ঘর বানাইতেসেন



অন্য আরেকটা দ্বীপের ৩ বাসিন্দা




সামুদ্রিক ডন







ভাড়া করা সাইকেল ৪০৳/ঘন্টা


ফিরে যাওয়া






এবার কক্সবাজার



ফ্রি না কিন্তু । ছাতার নিচে হেলান দিতে ৳৩০/ঘন্টা দিতে হয়

















শেষ দ্য এন্ড
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




