নিজেকে খুব একটা ধার্মিক বলে দাবি করব না। কিন্তু সাম্প্রতিক সময়ে সামুতে নাস্তিক ভাইয়েরা হিন্দু মুস্লিম ভাইদের ধর্ম গ্রন্থের উপর যেমন পোস্ট দিতাসেন,তাতে মনের ভিতর কিছু প্রশ্ন জাগছে।
যদি প্রশ্ন গুলার উত্তর দিতেন,তাহলে কৃতজ্ঞ থাকিতাম........
১) সামনের আসন্ন ঈদ ও পুজা। আপনারা কি এই সকল ধর্মীয় অনুসঠানের জন্য কোনো বোনাস গ্রহন করবেন????? করলে ও কেন করবেন???
২) আপনারা বিভিন্ন ধর্ম গ্রন্থ নিয়ে ঠাট্টা করেন কেন???? যেখানে আপনি জানেন এসব নিয়ে ঠাট্টা করলে অনেক মানুষ কস্ট পাবে।
৩) আপনি কি জন্মের প্রথম থেকেই নাস্তিক??? নাকি পরে বিভিন্ন বই বা অন্য কার প্রচনায় নাস্তিক হয়েছেন???
৪) আপনি নাস্তিক ভাল কথা। কিন্তু অন্যকে নাস্তিক বানাতে চান কেন???
৫) আপনি কি আপনার ছোট ছেলে মেয়েকে শাসন করেন??? নাকি তাদের বিচার বুদ্ধির উপর চলাফেরা ছেড়ে দিয়েছেন???
৬) আপনার পিতা-মাতা কি আপনার নাস্তিকতার বিষয় টা জানে????
৭) আমি তো এখন ও পিতা-মাতার উপর নির্ভরশীল। আমি যদি এখন হটাত আপনাদের ভক্ত হয়ে যাই, আর বাবা মা কে বলি ,যে , আব্বু আমি নাস্তিক হয়ে গেছি। তাহলে যদি তারা আমাকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে আমি কোথায় যাব??? আপনারা কি আশ্রয় দিবেন???? দিলে ও কেন দিবেন?????
গালি না দিয়ে জবাব দিন
(বি দ্রঃ আস্তিক ভাইয়েরা আমার হয়ে নাস্তিক ভাইদের মন্তব্যের জবাব দিলে ভাল হয়। কারন আমার নেট প্যাকেজ প্রায় শেষ)
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




