ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের মুখে ইউক্রেন হাড্ডা-হাড্ডি লড়াই করবে এমনটি কেউ আশা করেনা। তবে স্বাধীনচেতা কিছু মানুষ গোলামীর শেকলের চাইতে মৃত্যুকেই বেশি পছন্দ করবে এমনটাই আমরা যুগ-যুগ ধরে দেখে এসেছি। তেমনি এক বিরত্বপূর্ণ আত্বত্যাগের জম্ম দিয়েছে কৃষ্ণ-সাগরে অবস্হিত একটি অত্যন্ত ছোট্র দ্বীপের ১৩ জন বর্ডারগার্ড।
Snake Island আয়তনে মাত্র ৪২ একর। ১৩ জন বর্ডার-গার্ড দ্বীপটিতে মোতায়েন ছিলেন। সামান্য দুরে যমদূতের মত দাঁড়িয়ে রাশান ফ্রিগেট। সৈনিকদের রেডিওতে রাশান ফ্রিগেট থেকে ভেসে আসে অস্ত্র সমর্পন করে আত্মসমর্পন করার জন্য; অন্যথায় যুদ্ধ-জাহাজ থেকে আঘাত হানা হবে। নিজেদের মধ্যে পরামর্শ করে রেডিওতে তারা উত্তর দেয় "Russian Ship , Go Fuck Yourself"
সাথে-সাথে রাশিয়ান ফ্রিগেট থেকে গোলা-বর্ষণ করে দ্বীপটি উড়িয়ে দেয়া হয়। বলার অপেক্ষা রাখেনা, ঐ ১৩ জনের সবাই গোলায় উড়ে গেছে। নিশ্চিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে এমন সাহসী উচ্চারণ অনেক ইউক্রেনীয়ানের রক্তে আগুন জ্বেলে দেবে।
ভিডিও লিংক :
https://www.youtube.com/watch?v=uTn07wczIhw
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



