প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর পরই শুরু হলো হল এ ওঠার তাড়া।আমার হল ছিল "জগন্নাথ হল" একটু নিশ্চিন্তই ছিলাম,কেননা আমার এক মামা এই হলেই থাকেন তাই।যাই হোক,প্রথম দিন হলে ওঠার পরই বুঝতে বাকি রইলো না যে,আমি পলিটিক্যালি উঠেছি।যারযারপনায় হতাশ !!!!! এভাবেই নিজের অজান্তে প্রয়োজনের খাতিরে পরিচিত হলাম এই ভয়াবহ জিনিষটার সাথে।প্রথম প্রথম ভয় কাজ করলেও পরে মনে হলো ব্যাপারটাতে মজা আছে।কেননা এখানে নিজের চতুরতা প্রমাণের যথেষ্ঠ সুযোগ আছে।কিছুই বুঝি না,তারপরও করি,ভালোই লাগে।তবে শুধু আমি নই,আমার ব্যাচের যে কারো কাছেই "রাজনীতি" এর ব্যাসবাক্য জিজ্গাসা করলে সন্দিহান হয়ে যাবে "রাজার নীতি" ও "নীতির রাজা" নিয়ে। ব্যাসবাক্য যায় হোক আমার কাছে ব্যাপারটা অন্যরকম।কিভাবে?সেটা একটু খুলে বলি।"রাজনীতি"এর ইংরেজী প্রতিশব্দ Politics. একে ভেঙে আমি দুইটি শব্দতে নিয়ে গেছি।শব্দ দুইটি হলো "Poly" অর্থ "বৃহৎ" এবং "Tricks" অর্থ "কৌশল"।
পলিটিশিয়ান হতে হলে কৌশলী হতে হবে।সে যায় হোক,কিছুদিন ব্যাপারটা ভালোই লেগেছিল,সময়ও দিয়েছিলাম।একসময় মনে হলো এটা বোধহয় আমার জন্য না।ওই কিছুদিনে তৈরী হয়েছিল কিছু দায়বদ্ধতা।সেটা থেকেই এখনো পর্যন্ত সংযুক্ত থাকা।তাছাড়া এটাকে ধ্যানজ্ঞান করার কোনো ইচ্ছায় আমার নেই।এর পিছনে কিছু যুক্তিযুক্ত কারণও আছে,যেটা আমার হল এর সব রাজনীতিবিদদেরই থাকা উচিত।এখানে বলে রাখা উচিত, আমার হলটা হলো অমুসলিম হল।
প্রসঙ্গে ফেরা যাক,আমি যদি আমার সর্বোচ্চটা দিয়ে রাজনীতি করি এবং আমার ভাগ্য ভালো থাকলে সর্বোচ্চ লক্ষ্য হওয়া উচিত "সভাপতি" পদ।এরপর বিশ্ববিদ্যালয়,তারপর কেন্দ্রীয় কমিটি।সমস্যাটা বাধে এখানেই।অমুসলিম হওয়ায় এই দুইটি গুরুত্বপূর্ণ জায়গাতে নিজের অস্ত্বিত্বকে টিকিয়ে রাখা কষ্টসাধ্য হযে পড়ে।আমি বলছি না যে কিছুই পাওয়া যায় না......কিন্তু যেটা প্রাপ্য সেটা অধিকাংশ সময়ই পাওয়া যায় না,আমাদের সবারই জানা এটা।আর "তেলাপোকাটির মতো বাচিয়া থাকাটাই জীবন নহে।" জগন্নাথ হলে মেধাবী এবং পরিশ্রমী নেতাদের অভাব নেই,কিন্তু ঐরকম "সুরঞ্জিত সেনগুপ্ত" অথবা "গয়েশ্বর চন্দ্র রায়" কয়জনই বা হতে পারছে???অসাম্প্রদায়িক দেশে সামান্য সাম্প্রদায়িকতার ছোঁয়া।
"কালবেলা" সিনেমার একটা কথা মনে পড়ে গেল........ "রাজনীতি হলো উচ্চবিত্তদের বিলাসিতা,মধ্যবিত্তদের ওইসব সাজে না।আর যদি করতেই হয় প্রচন্ড পরিশ্রমী,মেধাবী এবং বুদ্ধিমান হওয়া লাগবে।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



