তুমি,
গভীর রাতে নিকোটিন নিঃশেষে ঘর ধোঁয়া ধোঁয়া।
তুমি,
পড়ন্ত বিকেলে কার্জনের মাঠে কলিকার মুখে জ্বলন্ত লাল আভা।
তুমি,
গ্যালাক্সি কিংবা পি-ককে ওয়েটারকে ধমক দিয়ে দু’পেগ বেশি খাওয়া।
তুমি,
দূর থেকে দূরে, লুকিয়ে লিকিয়ে ফেন্সিডিলে চুমুক।
তুমি,
মধ্যবয়সী ছেলের দুই টাকায় মোড়ানো ইয়াবার নেশা।
তুমি,
রাত জেগে নেশা করে সকাল সকাল ক্লাস ফাঁকি দেওয়া।
তুমি,
জুয়ার বোর্ডে আর একবার ঝুঁকি নিয়ে সব টাকা নিঃশেষ করা।
তুমি,
মায়ের কাছে মিথ্যা বলে অহরহ যুধিষ্ঠির সাজা।
তুমি,
জীবনের রঙ্গমঞ্চে সং সেজে নিয়মিত অভিনয় করা।
তুমি,
বসন্ত শেষে ধেয়ে আসা অশনি সংকেত, কালবৈশাখীর আশা।
তুমি,
মাঝে মাঝে কিঞ্চিত বেঁকে বসা রক্তের নেশা।
তুমি,
জীবন যুদ্ধে হার না মানা ছেলেটিকে নিরন্তর পরাজিত দ্যাখা।
তুমি,
সম্ভাবনাময়ী মেধাকে পিষ্ট করে গলা টিপে মেরে ফেলা।
তুমি,
সিলিং ফ্যানে ফাসির দড়ি, প্রতিভা ঝুলে থাকা।
তুমি,
মাঝরাতে সখের বসে খাতায় লেখা “নষ্ট উপমা”।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



