দাদখানি চাল, মসুরের ডাল, চিনিপাতা দই
দুটো পাকা বেল, সরিষার তেল, ডিমভরা কই
পথে হেঁটে চলে, মনে মনে বলে, যদি হয় ভুল
ভুল যদি হয়, মা তবে নিশ্চয়, ছিঁড়ে দেবে চুল!
বাসার সবার ছোট হওয়ার কারনে আমার সম্পত্তির ভাগটা সবসময়ই একটু উপরের দিকে । আপু-ভাইয়াদের পুরানো গল্পের বই, কমিকস, খেলনা আর কত কি উত্তরাধিকার সূত্রে কিছুদিন পর আমার হয়ে যেত
একসময় ভাইয়া ইউনিভার্সিটিতে উঠে গেল। বাসা ছেড়ে তাই চলে গেল। আলমারির রাজত্ব সব হাতের মুঠোয় পেয়ে গেলাম। মাঝে মাঝে আলমারি লক করে রাখত। কিন্তু এমনই সেই লকের সিস্টেম, ভোঁতা চাকু ঢুকিয়ে একটা ঘুরানি দিলেই খুলে যেত
অনেকদিন পর দাঁতখানি চাল গানটার কথা মনে পড়ল। অনেক সার্চ দিয়েও নেটে পেলাম না। কি যে মজার একটা গান!
দাদখানি ডাল, মসুরের চাল, চিনিপাতা কই
দুটো পাকা তেল, সরিষার বেল, ডিমভরা দই
*** সরোয়ার মুজিব এডিসন ভাইয়া অন্তরা চৌধুরির গানের লিন্ক দিয়েছেন। "তেলের শিশি ভাঙ্গলো বলে", "ও সোনা ব্যাঙ" এর মতন গান গুলো প্রায় ৫-৬ বছর পর আবারো শুনলাম! ধন্যবাদ সরোয়ার ভাইকে। Click This Link
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




