খেলুড়ে বালকের আবার শখ হয়েছে, সে খেলবে। আজকাল খেলোয়াড়দের ডোপ টেস্ট হলেও, খেলুড়ে দের
হয় না। আমাদের জাতীয় খেলুড়ে ঠিক করেছেন এবার গণতান্ত্রিকভাবে খেলবেন। এর আগে প্রচুর খেলেছেন
সেসব স্বৈরতান্ত্রিক খেলা। ভীষণ লজ্জিত তিনি, এহেন খেলা আগে খেলেছেন বলে। এবার তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে শাপলা ফুল খচিত চেয়ারে বসে খেলবেন।
জন এফ কেনেডী সাহেব নাকি চেয়ারে বসে খেলতেন(শোনা যায়)।
আসুন ট্যাক্সের টাকায় আমরা খেলুড়ে কে বর্ধক কিনে দিই, নিরোধে অপচয় বাঞ্ছনীয় নয়। আসুন গণতান্ত্রিক খেলা উপভোগ করি।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



