প্রিয় কর্তৃপক্ষ
যূথচারীর ফাঁকা পোস্ট গুলো দেখে মনে হলো পেছনে গিয়ে দেখি কোন কলংক ঢাকবার জন্য সে ফাঁকা পোস্ট দিচ্ছে। যূথচারীকে ধন্যবাদ দিতেই হয়। বাঙ্গালী হয়ে লজ্জা পাওয়ার মত একটা কলংকই সে ঢাকতে চাইছিল। গোলাম আযমের খাপসুরত দেওয়া একটা পোস্ট।
সচরাচর এ ধরণের একটা অশ্লীল, কদাকার এবং নৃশংস পোস্ট দেখলে আমি রিপোর্ট করুন বাটনে চাপ দিই। কিন্তু দুঃখজনকভাবে আজ সেই বাটন খুঁজে পেলাম না। এই জঘন্য চিত্রত্যাচার বিরুদ্ধে আমাদের একমাত্র হাতিয়ারটি কি ফেরত দেবেন। একান্ত অনুরোধ রইলো।
ধন্যাবাদান্তে
হযবরল
* হোসেইন এর মন্তব্যঃ
সমর্থন দেই।
বিশেষ করে কেউ যদি তার বাপের ছবি ঝুলাতে চায়,তাহা হইলে সেই ছবি তাহার মায়ের বেডরুমে ঝুলাক,ব্লগে কেন?
(হযু,লাভ হবে না।একটু পরে সাদিক এসে আপনেরে আইন শিখাইব।)
* রাগ ইমন এর মন্তব্যঃ
দাবীর প্রতি সমর্থন ।
মীর জাফরের ছবি ঝুলানো বাক স্বাধীনতা হইতে পারে না।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০০৭ রাত ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




