ইন্টারনেটে ব্রাউজ করার সময় ওয়েব পেইজ দেখতে অনেকগুলো ট্যাব খুলতে ও বন্ধ করতে হয়। এরপর আবারও সেগুলোর বেশ কয়েকটি বন্ধ ট্যাব ফিরিয়ে আনার দরকার পড়ে। তখন উপায়!
এসব ক্ষেত্রে নতুন করে ব্রাউজারে বন্ধ করা ট্যাবের ঠিকানা লিখতে হয়। সেটি মনে না থাকলে হিস্টোরি ঘেটে তা উদ্ধার করতে হয়। তবে একটি কৌশল জানা থাকলে হিস্টোরিতে না গিয়ে পুরনো লিংকটি চালু করা যায়।
এ টিউটোরিয়ালে সেই কৌশলটি তুলে ধরা হলো।
এছাড়া কম্পিউটার ব্যবহারকারীদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি অংশ হলো মাউস। সবাই সাধারণভাবে মাউসের কাজ সম্পর্কে জেনে থাকে। কিন্তু এটি ব্যবহারের বাড়তি কিছু কৌশল রয়েছে। যেগুলো জানা থাকলে খুব সহজে সময় বাঁচিয়ে অনেক কাজ করা যায়।
মাউস ব্যবহারের অজানা কিছু ট্রিপস সর্ম্পকে জানতে এই লিখাটি সহায়ক হতে পারে।
ব্রাউজারে কোনো ট্যাব ভুল করে বন্ধ করে দিলে তখন ctrl+shift+t এক সঙ্গে চাপতে হবে। যতবার চাপবেন ততোবার বন্ধ করা ব্রাউজার ট্যাব ফিরে আসবে। পদ্ধতিটি সব ধরনের ব্রাউজারের ক্ষেত্রে কাজ করবে।
এ ছাড়া মাউসের সাহায্যেও সহজে বন্ধ করা ট্যাব ফিরে পাওয়া যায়। এ জন্য ব্রাউজারের ট্যাবের ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে “reopen closed tab” অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলে বন্ধ হয়ে যাওয়া ট্যাবটি ফিরে আসবে।
পূর্বে প্রকাশিত হয়েছে টেক শহর ডটকমে