আপনাদের সকলের নিশ্চয়ই মনে আছে যে আমি গত দু'দিন আগে জাঙ্গিয়া কেনার ব্যাপারে পরামর্শ চেয়ে একটি সাহায্য প্রার্থনামূলক পোষ্ট দিয়েছিলাম যেটি আমার পাশাপাশি একই সমস্যায় জর্জরিত অগনিত মানুষের উপকারে এসেছিল যা অনেকেই উক্ত পোস্টে মন্তব্যে স্বীকার করেছেন। কিন্তু অতিশয় দুঃখের ব্যাপার যে "বাঁদর+তুমি=বাঁদরামী" নামক জনৈক ব্লগার পরবর্তীতে সেই পোষ্টটিকে ইস্যু করে অত্যন্ত অশালীন ভাষায় আমাকে কুরুচিপুর্ন ইঙ্গিত করে একটি পোষ্ট দেন যা আমার কোমল হৃদয়কে ব্যাপকভাবে ভারাক্রান্ত করেছে। এই পাষণ্ডহৃদয় ব্লগারের কারনে আজ আমি মানসিকভাবে পঙ্গু হয়ে পড়েছি যা ক্রমশ আমাকে আত্মিক মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এহেন ঘৃণিত ও অমানবিক কর্মের বিচারস্বরূপ আমি সচেতন সমাজের নিকট উক্ত ব্লগারের কঠিন শাস্তির দাবী জানাচ্ছি যাতে ভবিষ্যতে আমার মত অন্য কাউকে এরূপ মানসিক আঘাতের সম্মুখীন হতে না হয়। এই নারকীয় কর্মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নিদর্শনস্বরূপ ব্লগার "বাঁদর+তুমি=বাঁদরামী" কে জনসম্মুখে দাঁড় করিয়ে দিবা-রাত্রি কাতুকুতু দেয়ার পরামর্শ জানাচ্ছি।
বিঃদ্রঃ অনেকেই জানতে চেয়েছেন যে জাঙ্গিয়া বিষয়ক পোষ্টটির সাহায্যে আমি আদৌ কোন ভালো মানের জাঙ্গিয়া কিনতে পেরেছি কি না। সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে ঐ পোষ্টটিতে দেয়া দিক-নির্দেশনা অনুসরন করে আমি সঠিক মানের জাঙ্গিয়া খুঁজে পেয়েছি। তবে আমার প্রিয় রঙ কমলা ও ঈষৎ গোলাপি বর্ণের জাঙ্গিয়া না পাওয়ায় এখনও কেনা হয়নি। আশা করছি খুব শীঘ্রই তা পেয়ে যাব।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১২ রাত ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




