( জীবনে প্রথম ব্লগ লিখলাম.....ভুল হইলে মাফ করিবেন।আমি খুব একটা ভালো লিখি না....এটা সেই খারাপ লেখাগুলোর মধ্যে একটু ভালো.....
তুমি এলেনা.....
তুমি আসবে...
আমার আঁধার চিরে,তাই ভেবে
সারারাত জেগে ছিলাম,
দখিনের জানালার অগভীর শিকগুলো ধরে....
ঠাঁয় দাঁড়িয়ে..
ভয়...
অলস ঘুমের ঘোরে,দরজা বন্ধ দেখে,
যদি তুমি যাও পিছু হেঁটে;
সেই এক অজানা ভয় আমার সারারাত ম্লান করেছিলো,
মৃদু মন্দের বর্ষণ আমার নিঃসঙ্গতাকে
বাড়িয়ে তুলেছিলো.....
মাঝে মধ্যে রাতের আঁধারে
সঙ্গ জুগিয়েছিলো আমায়
জোনাকিরা,আলো গায়ে.....
সব স্মৃতিরা এলো আঁধার চুমে,
এলো সকালের আলোয়,
তবুও....
সেই তুমিই এলেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




