একেকটা দিন জীবন থেকে চলে যায় । একেক জনকে হারাই পথ চলতে অনেকেই পাই । সবাই বন্ধু হয়না কেউ ক্ষণিক দাঁড়িয়ে কুশল জানিয়েই চলে যায় । আশাহত নয় । ব্যথাতুর হৃদয়ে একটা কথাই বলবো যাদের খুব আপন ভেবেছি । কেউ আপন ভাবেনি । আমার কাছে প্রত্যেকটা সম্পর্কের আলাদা আলাদা মুল্য আছে । আসলে বন্ধু পাওয়া কঠিন । কেউ অবগ্গা করেছে কারো কটুক্তি । হেসেই ঝেড়ে ফেলেছি মন থেকে । এমন কি মেইল করলে কেউ পরেও দেখেনি। আমি বলবো এটা আমার শিক্ষা কেউ কখনো লিখলে তার উত্তর দেয়া । একি আমার অক্ষমতা , অপারগতা নাকি খুব ভালবাসার ফল আমি জানি না । আমি খুব দুঃখিত ,লজ্জিত তাদের কাছে যারা ভুল বুঝেছে । হ্যাঁ একজন খুব প্রিয় বন্ধু লিখেছে আমি দাঁড়ি কমা নিয়ে ভুল করি আলসেমির ফল ওটা । অত বোদ্ধা নই আর দীর্ঘদিন বাঙলা চর্চা করিনা । একসময় করতাম আজ দেখি ভুলে গেছি সব । আমি একজন স্পেসেলিস্ট ডাক্তার । আমার অফিসে খুব কমেই বাঙলা লিখি । তাই এটা আমার সীমাবদ্ধতা আমি সকলের কাছে ক্ষমা চাইছি । এ নিয়ে জেশান ভাইও বলেছেন । আরো অনেকেই বলেছেন ।
কারো সাথে মিশতে হলে ঠিক তার অবস্থানে চলে যেতে হয় এটা আমার বিশ্বাস আর তা আমি গিয়েছি। ডেমন, পটল ত্রাতুল , ফাইরুজ , বর্ষা , ফারহিন , শিশির্ নীরব , দাইফ এরা আমার স্নেহের অনেক আদরের । এটা তাদের প্রাপ্য । এদের মতন আরো আছে যারা ছোট তাদের সাথে তাদের মতন হয়ে গিয়ে মিশেছি ।
আমার এই ভীষন কবিতা প্রিয়তা আমার জন্য কাল হয়ে দাড়িয়েছে নাহ আমি আর পড়তেও আসি না এখন । এদের কারো কাছে কোনো কিছুই পেতে মিশিনি । কারণ আমি জানি এ আমাকে ছাড়তেই হবে আজ হোক আর কাল হোক । তোমাদের ভালবাসি তাই বার বার ফিরে আসি ।
আমি তোমাদের বন্ধু হতেই এসেছিলাম । না আর আজ খুঁজবো না বন্ধু । আপনাদের উদ্যান আপনারা ফুলে ফুলে ভরিয়ে তুলুন আমি তো নিমিত্ত
মাত্র ।
বন্ধুর মুখ খুঁজে পাইনি আর
সেই পাহাড়ি ঝরনার ওধারে
আমি সে ও সখা,
বিকেলের নরম রোদে সবুজ ঘাসের
পরে, কাটিয়েছি কতনা সময়!
আজ সব হয়েছে অতীত!
ধুলি ধুসর তানপুরাটার মত
বড্ড অবহেলায় আছে পরে স্মৃতিরা
নিবন্ধ ধুপের ছাইএর মতন ,
আজ সব পুরনো কাগজ ধুলো মলিন
কত দিন কুড়ায়নি শিউলি শেফালী
সেই বনবিথীতল আজও হাতছানি দেয়
সেই সব ক্ষণগুলো ডাক দিয়ে যায়
তার ধ্বনি প্রতিধ্বনি আজও শুনি
পাহাড়ের গায়ে গায়ে ।।
সেই সব দিন হয়েছে অতীত
বহুদিন হয়ে গেল তবু
আজও খুঁজে ফিরি সেই বন্ধুর মুখ !!
ক্ষমা চাইছি কাউকে দুঃখ দেয়ার জন্য আমি কিছু লিখিনি । আর কবিতা আমার লেখা । ঠিক কবিতা হয়নি জানি। লেখার অপপ্রয়াশ মাত্র। আমি সকল কবিদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




