মৃত্যুরে করেছি বধ ।
আমি শৃঙ্খলেরে পদতলে রেখে,
বজ্রকন্ঠে করি শপথ ।
নিরাশায় ভয়ে ভীরু হয়ে নয়,
নতুন ভোরের টানে ।
প্রতিকূলে আমি ডিংগা ভাসাই,
প্রখর স্রোত উজানে ।
সব হারিয়ে ভুলে গেছি শোক,
হারানোর যত ঝঙ্কার ।
দূরন্ত গতিই পথ করে দেয়,
তারুণ্য মোর অহংকার ।
কাপুরুষ দল যত ঠায় দাঁড়িয়ে,
আগাতে যাদের ভয় ।
নিদ্রালু চোখের বিভীষিকা আজও,
আমার চোখেতে রয় ।
পুরনো জীর্ণ আলুথালু বেশেও,
অন্তরে রাখি বিশ্বাস ।
আমি জানি পথ বহুদূর ,
নেই আজ অবকাশ ।
নিশির আধাঁর অথবা বর্ষার ভেজানো দূর্বা লতা,
মুছে গেছে সব,
আজ শুধুই পড়ে থাকা কথকথা ।
এই বন্ধুর-এও আমি অবিচল,
যমদূতও ভীত আজ ।
হারানোর পরে উঠে দাঁড়িয়ে,
আমিই যমরাজ ।
গতিতে আমার আগ্নেয়গিরী,
অন্তরে জমাট লাভা ।
বদলাতে চাই পৃথিবীটা আমি,
ছড়িয়ে রক্ত আভা ।
একা পথেই অশান্ত আমি,
নজরুলের বিদ্রোহী ।
নির্ভয় আজ উদ্দাম আমি,
বাঁধার টুটি চাপি ।
.
.
.
.
.
কবিতার নাম মাথায় আসে না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


