প্রথম প্রশ্ন হলো - কর্তৃপক্ষ এই নিক দুটিকে কিভাবে এলাউ করলো? যেহেতু তারা বিতর্কিত নাম নিয়ে নিবন্ধন করেন। মডু সন্দেহকারী এবং সেইভাবে যে নিজেকে এক্সপোজ করে সেই জীবনানন্দদাশের ছায়ার বক্তব্যটুকু দেখুন -
প্রথমত তাদের নিকগুলো পুরাপুরিই বিতর্কিত। দ্বিতীয় তাদের প্রোফাইল লিখা এবং পোস্ট গুলোও বিতর্কিত।
আসেন ডাঃ জাকির নায়েকের প্রোফাইল লিখা এবং পোস্ট দেখুন।
এবার জেনুইন ডা.জাকির নায়েকের পোস্ট এবং প্রোফাইল দেখুন।
বিতর্কিত নাম, বিতর্কিত প্রোফাইল লিখা এবং বিতর্কিত পোস্টের পরও এরা কিভাবে সামহোয়্যারইনে এখনো বহাল তবিয়তে আছে এবং ব্লগিং করছে?
এবার দেখুন তাদের রিভার্স গেইমের খেলা। ব্লগার ফরহাদ উিদ্দন স্বপনের এই পোস্টে ইচ্ছাকৃত একটা ফাঁদ পাতা হয়েছে। যেখানে উল্লেখিত দুই বিতর্কিত ব্লগার, স্বঘোষিত নাস্তিকবৃন্দ এবং লেখক ইসলাম এবং জাকির নায়েকরে নিয়া ফাজলামো, মশকরা, উস্কানীমূলক বক্তব্য রাখছেন।
গেইম প্ল্যান নিয়া আগাচ্ছে লেখক। প্রশ্নটি লক্ষ্য করুন। বিষয় হলো স্বপনের মতো একজন বিজ্ঞ ব্লগার কেনো এই দুইটি ফেক নিককে এই ধরণের প্রশ্ন করে? কারন নিচে দেখুন -
একজনের নিককে আরেকজনের নিক বলে চালিয়ে দিলে ব্লগে প্রায়ই শাস্তি দেওয়া হয়। দেখুন নিচের মন্তব্যটুকু-

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




