গতকাল থেকে এমনিতেই মন খারাপ যাচ্ছে, সাথে তিনটে মৃত্যু ঘটনা আরো হারিয়ে যাচ্ছি, এ কেমন দুনিয়া!
১। অট্রেলিয়ান নাগরিক মি ম্যালকম আরনল্ড, যিনি বাংলাদেশের এক নারীকে ভালবেসে প্রায় ২০ বছর এই দেশে থেকে ভালবাসা প্রমান করে গত পরশু মারা গেলেন, উনাকে এর আগেও খবরে দেখেছিলাম। রেখে যাওয়া এই ভালবাসার মানুষ হালিমা বেগমকে তিনি চাইলেই ছেড়ে যেতে পারতেন, অথচ এই দেশের মাটিতেই তিনি চিরনিদ্রা নিলেন। (খবর কমেন্টে)

২। বাংলাদেশী তরুন মেধাবী ইঞ্জিনিয়ার আমেরিকায় বেশ চমৎকার চাকুরী করতেন, দেশীয় স্ত্রী ও দুই সন্তান নিয়ে তাদের সংসার সেখানে। এর পরে একদিন তিনি বুঝতে পারলেন তার স্ত্রী সেখানে অন্য এক যুবকের সাথে পরকীয়ার লিপ্ত! বিষয়টা জানাজানি হলেও তিনি মেনে নিয়ে স্ত্রীকে ফেরাতে চাইলেন, কিন্তু ফেরাতে পারলেন না, অবশেষে তিনি নিজেই চিরকুট লিখে আত্মহত্যা করলেন ৩/৪দিন আগে। এই ঘটনা পড়ার পরে ভাবতে বসে যাই, আসলে কি এই দুনিয়া! একজন মেধাবী তরুণ, বয়স যার এখনো ৪০ পার হয় নাই, চমৎকার পারমেন্যান্ট দামী বেতনের চাকুরী, সুর্দশন, কোথা থেকে কোথায় যেতে পারত এই মেধাবী! শুধু ভুল ছিল দেশ থেকে বিয়ে করে একজন মেয়েকে আমেরিকায় নিয়ে যাওয়া এবং ভালবাসার চ্রম মুল্য তিনি দিয়েই দিলেন! (আবার চোখে পড়লে লিঙ্ক দিয়ে দিব)
৩। আজ সকালে ফজরের নামাজের আজানে ঘুম থেকে আড়মোড়া দিছিলাম, আজান শেষে মাইকে এক মৃত্যু সংবাদ, কয়েকবার জানানো হল, একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। অদ্য ১.৩০ মিনিটে আমাদের এলাকার >>>> ইন্তেকাল ফরমাইয়াছেন, তার নামাজে জানাজা সকাল ১০টায় অত্র মসজিদে অনুষ্ঠিত হইবে! আমি ভাবতে বসি, গতকাল এই সময়েও হয়ত তিনি তার প্রিয়জনদের সাথে কথা বলছিলেন, বা প্রিয় কোন খাবার মুখে নিচ্ছিলেন! (আমাদের এলাকার থেকে এই মসজিদ একটু দূরে, এমন প্রায়ই শোক সংবাদ শোনা যায়)
* আমেরিকা, ইউরোপ, অষ্ট্রেলিয়ায় থাকা মেধাবী তরুণদের আমি এই দেশের মেয়েদের বিয়ে করে নিয়ে যাবার পক্ষে না, আমার ৭/৮ বন্ধুও চ্রম ভুক্তভোগী (লজ্জায় কাহিনী গুলো লিখি না), বলা চলে এরা তাদের জীবন হারিয়েছে! এরা সেখানে গিয়েই কাগজের অপেক্ষা করে, কাগজ হাতে এলেই স্বামীকে ভুলে যায়, কিভাবে নিজের মাবাবা, ভাইবোন নিয়ে যাবে এই চিন্তায় থাকে, তাদের ধনী বানাবার ভাবনায় পড়ে, ফলে কিছু মোটা দেখলেই ঝাপিয়ে পড়ে, এই এক বিবেকহীন উপন্যাস রচনা করে ফেলে!

ম্যালকমের চোখে দেখা বাংলাদেশের গ্রাম (প্রথম আলো থেকে নেয়া)
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


