নেত্রী শেখ হাসিনার পলায়ন মাত্র দুই দিন হল, মনে হচ্ছে হাজার বছর আগের কথা!
যাই হোক, আজ সারা দিন অফিস রাস্তায় বসে ভাবলাম, কেন এমন হল! কত কথা কত জনে বলল, কত দেশ বিদেশের নিউজ দেখলাম, কত কন্সপিরেসি থিউরি পড়লাম, কিছু আমার মত এল না! বার বার একটা প্রধান কথা মাথায় এসেছে, তা হচ্ছে শেখ হাসিনার মুখের কটু কথা! উনার মুখের ভাষা খুব বিশ্রী ছিল, কটু চিন্তায় তিনি বেশ পারদর্শী ছিলেন, যা সহজেই সাধারন মানুষকে আহত/নিহত করত প্রতিদিন, জাতি কিছু শিখতে পারত না! উনার এই ভাষার জন্য উনার মন্ত্রী পরিষদের ভাষা ও চিন্তা বিশ্রী, দাম্ভিক হয়েছিল।
একটা বাস্তব উদাহরণ দেই, ধরেন ঘরের স্ত্রী যে কোন বিষয়েই কটু ও জটিল করে বলেন, এমন স্বামীদের দেখবেন ঘরে আর কথাই বলে না, ছাড়তে পারে না, থেকে যায়, তবে মনে বিশাল ঘৃণা নিয়ে হয়ত পরপারেও চলে যায়, আর সুযোগ থাকলে হয়ত নিজে পালাত নতুবা স্ত্রীকে পালানোর সুযোগ দিয়ে দিত! মানুষের মুল চরিত্রের একটা হচ্ছে তার মুখের শব্দ উচ্চারণ!
যাই হোক, এই বিষয়ে সব চেয়ে সত্য লিখেছেন, আমাদের ডাইহার্ট আওয়ামী সমর্থক বন্ধু ভাই ব্লগার মোসাদ্দেক উজ্জ্বল ভাই, তিনিই সব চেয়ে সত্য কথা লিখেছেন, পড়ে দেখুন। লাভ ইউ উজ্জ্বল ভাই। উজ্জ্বল ভাইকে এখনকার জামানার অনেকে চিনবে না, তবে যারা পুরানো ব্লগার তার পরিচয় জানবে, নানান ব্লগে তিনি এক সময়ে চমৎকার ব্লগ লিখতেন।

শুভেচ্ছা থাকলো।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


