অনলাইনে এখন অনেক বিজ্ঞানীর দেখা পাওয়া যায়! এদের আচরণ বুঝা দায়, তবে এর কেহ বর্তমান প্রফেসর ইউনূস সাহেবের সরকার পছন্দ করে না বলেই মনে হয়, এরা নিজদের ফিডে যেমন ৩ মাস বয়সী সরকারের দোষ ধরছে, তেমনি অন্যদের স্ট্যাটাসে গিয়েও কমেন্ট লিখছে! যাই হোক, আমি এদের কাছে জানতে চাইলাম, তা হলে করনীয় কি, আপনার ধারনা বা চিন্তা কি, কি হলে ভাল হয়, কে কিভাবে আসতে পারে? এর পরে আর উত্তর নেই, চুপ, মনে হয় ওয়াসরুমে গেছে! আরো বললাম -
;চলেন, বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেই, এরা দেশের জনগণের জন্য কি কি করবে, কেমন করে দেশ চালাবে সেটা এখনো আমাদের না জানালেও এরা এলে আপনার জন্য তথা দেশবাসীর জন্য ভাল হবে, কি বলেন? যেমন লীগের সময়ে ছিলেন! (নিরবতা)
;চলেন, জামাতকে ক্ষমতায় বসিয়ে দেই, এরা বড় বড় ব্যবসাহীদের কিভাবে আন্দোলনের পরে কোলে নিয়েছে জানেন তো, এদের কারনে হয়ত অনেকে বিচারের মুখেও যাবে না! যে কোন ধরনের চরম অন্যায়কারী এদের ভাই, মানবেন তো, এরা ক্ষমতায় এলে ৫ ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, বাদ্যযন্ত্রহীন গান শুনতে হবে, পারবেন? (বিশাল নিরবতা)
;চলেন, আপাকে পাশের দেশ থেকে এনে আবার ক্ষমতায় বসিয়ে দেই! যাদের জন্য কম দুচা হয়েছে আপা এসে তাদের সক্ষমতা মত দিবেন, রাজী! (এটা মনে হয় মনে ধরছে!)
;আর্মি এলে চলবে? অন্যায় করলেই পাছালাল মানবেন? কোন নাগরিক মৌলিক অধিকার না হলে হবে? (এই নিরবতার যেন শেষ নেই!)
সত্যি বিচিত্র আমরা! আমরা আমাদের মঙ্গল, অধিকার রক্ষায় যেন কোন চিন্তাই করছি না, আমরা বিরোধীতা করাকেই ভাল মনে করছি, যুক্তি কিংবা বিবেক হারিয়ে ফেলছি, ভুলে গেছি আমাদের পুরানো সব স্মৃতি/কর্মকান্ড, আফসোস! (সমস্যা বা ভুল মনে করলে সমাধান দিন বা চুপ থাকুন অন্তত)
* মুখে সব কিছু গেলা তেমন কি আর কঠিন কাজ, তাই বলে গোবরবাগুখাবেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



