বাজারে এখন সবজি শাক মাছ মাংশ ডিমের দাম অপেক্ষাকৃত কম, এটা আপনাদের জানালে 'আগে ভাল ছিলাম' গোষ্টিরা খুব রাগ করে ফেলে! না, আমি এই কমের দায় এই সরকারকে দিচ্ছি না, সরকার তেমন মনিটরিং করে নাই, এর পুরা কৃতিত্ব আমাদের কৃষক উৎপাদক ভাই বোনদের, আমি তাদের সালাম জানাই।
আজ সন্ধ্যায় বাজারে গিয়েছিলাম (দুইটা ভিডিও করেছি একটু আগে, টাটকা) -
- ডিম ফার্মের ডজন বড় সাইজ ১৪৫টাকা, ছোট ১৪০টাকা,
- ফার্মের মুরগী ১৮০টাকা বেশী নিলে ১৭০টাকা কেজি,
- গরু হাড্ডি মিক্স ৬৯৫টাকা (খলিল ভাইয়ের, আজ সকালেই এক বন্ধুকে কিনতে দেখলাম),
- মাছের দাম এখন আমার কাছে গত কয়েক বছরের তুলনায় সর্ব নিন্ম মনে হয়, চিংড়ি কেজি সাইজ ভেদে ৬০০/৭০০, রুই কাতলা কেজি ৩০০ থেকে ৩৮০টাকা, লইট্ট্যা পাঙ্গাস তেলাপিয়া সাইজ ভেদে কেজি ১৮০/২০০ টাকা থেকে শুরু, বাদবাকী মাছের দামও আগের তুলনায় কম।
- শাকের আঁটি ১০টাকা থেকে শুরু, প্রকার ভেদে ৩০টাকা
- সবজি ৩০/৪০টাকা থেকে শুরু
যাই হোক, জানি কামাই না থাকলে এই দামও অনেক এবং নাগালের বাইরে। তবে আগের পলায়ন সরকারের আমলে বাজারে যেতেই ভয় হত, রাতে একদাম - দিনে আরেক দাম, এই দামের বৃদ্ধির এত বেশী হত যে রাগ উঠে যেত। সেই আমলেই বাজারে যাবার অভ্যাস কমিয়ে দিয়েছিলাম, যে জিনিসের দাম বাড়তি সেটা না কেনা এবং অল্প কেনার অভ্যাস করেছিলাম, এখনো সেই অবস্থায় আছি।
ক্রেতা হিসাবে আমি মনে করি, কৃষি পন্যের দামের লাভটা যেন কৃষক উৎপাদকের হাতেই যায়, তারা যেন উৎপাদন করে স্বচ্ছলতায় জীবন কাটাতে পারেন, আনন্দে থাকেন, তারাই রিয়েল হিরো আমাদের সমাজে।