নেট ঘেঁটে যা পেলাম বা বুঝলাম, তাতে বুঝা যায় ভারতের কাছে বাংলাদেশ একটা সোনার ডিম পাড়া হাঁস ছিলো, "বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ ও তার প্রতিবেশী দেশ ভারতের মধ্যে বাণিজ্য শক্তিশালী রয়েছে। ফলস্বরূপ, বাংলাদেশ ভারত থেকে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ পণ্য আমদানি করে, যার পরিমাণ 2022-23 সালে $18.8 বিলিয়ন। সিরিয়াল, গাড়ি, খনিজ জ্বালানি, জৈব যৌগ, চিনি, আকরিক, সাবান এবং আরও অনেক পণ্য তাদের মধ্যে রয়েছে।" বিপরীতে বাংলাদেশ থেকে এই অর্থ বছরে তথ্য নেই বলা চলে, তবে এক জায়গাতে দেখলাম, সেটা $2 বিলিয়নের নিচে! বুঝেন অবস্থা কি! কিছু কিছু পন্যে চুক্তি এত অসম যে, বাংলাদেশ ভারতের বাজারে প্রবেশের সুযোগই রাখে নাই, মানে মালামাল সেখানে পাঠাবেন সেই পথও রাখে নাই, অথচ বাংলাদেশেও পন্য ছিলো!
এর পরে আসেন ভারতে আমাদের মানুষদের ভ্রমন, কেনাকাটা, চিকিৎসা প্রসঙ্গে! কলকাতা, দিল্লী, চেন্নাই, মাদ্রাজ, মুম্বাইয়ে অনেক অনেক জায়গাই শুধু গড়ে উঠেছে এই মানুষদের জন্য! হোটেল মোটেল কিচেন রেষ্টুরেন্ট বিপনী বিতান ইত্যাদি গড়ে তোলা হয়েছে বাংলাদেশীদের জন্যই! যারা ভারত ভ্রমন করেছেন তারা নিজের চোখে দেখেছেন নিশ্চয়! আমাদেরও নানান দোষ, কিছু হলে বা বিদেশের কথা মনে হলেই বা বিচি চুল্কালেই উলংগ হয়ে দৌড় ভারতে! এই খাতে কত বিলিয়ন আমরা দিয়ে আসি তার হিসাব কোথায়ও পাই নাই, ৫/৭ বিলিয়ন তো হবেই!
শেখ হাসিনা এখন বাংলাদেশে পতিত, তার ফিরে আসা এবং তার দলের লোকেদের ক্ষমতা দখল চিন্তাই এখন অযোগ্য - এটা ভারতের সরকার নিশ্চয় বুঝতে পারছে না, তাদের গোয়েন্দা সংস্থা বা অন্তত যারা এখানে কাজ করে তাদের থেকেও কি বুঝে না! এই যে এতদিন সোনার ডিম পেত তা এখনো পেতে চাইলে তাদের কি করা উচিত, তাও কি বুঝতে পারছে না! হাসিনা সমর্থন করে আম ছালা দুটোই কি হারাতে চাইছে?
অনেকে যারা মনে করেন, ভারত ছাড়া বাংলাদেশ টিকে থাকতে পারবে না, আমি বলি, এটা এখন বোকার মত কথা! বাঁধা পড়লেই এখানে একে একে সব গড়ে উঠে যাবেই, কারন আমাদের এখন সেই জনশক্তি ও অর্থ আছে!
(যারা কখনো ভারতে ভ্রমন করেন নাই, তারা এই আলোচনা থেকে দূরে থাকতে পারেন, আমরা যারা গিয়েছি আমাদের কাছে তাদের আচার আচরণ একদম পরিস্কার)
ম্যাপে উল্লেখিত কলকাতার এই অংশ বলা চলে পুরাই বাংলাদেশীদের জন্য পরিচালিত হত। এখন নানান খবরে দেখি, এই এলাকা পুরাই শূন্য। ভারত আমাদের ভিসা না দিলেই ভাল! হা হা হা, আসেন প্রাণ খুলে হাসি!