আপা শেখ হাসিনাকে নিয়ে লিখতে ইচ্ছা হয় আবার ঘৃনাও লাগে, দূর একে নিয়ে চিন্তা করার কোন মানেই হয় না, তার নিজের কপালের লিখন নিজেই লিখেছে! যারা মনে করেন শুধু জুলাই আগষ্ট ২০২৪শের হত্যাকান্ডের জন্য তার এই লিখন, আমার তা মনে হয় না, কোন ব্যাখ্যায়ই তাকে একজন সুশাসক বলাই চলে না, ব্যক্তিত্ব আচার আচরণ জ্ঞানে কথায় বুঝায় অভিজ্ঞতায়, তাকে কিছুতেই মানা যেত না, আফসোস লাগত!
একটা সাধারন বিষয় ভিত্তিক ভাষণ তিনি দিতে পারতেন বা আলোচনা করতে পারতেন, তাও কখনো দেখি নাই! কিছু বলার আগেই বিএনপি জামাত নিয়ে কথা শুরু হত, এমন কি কোন দিন গেছে এদের নাম নেন নাই, কার্য্য ফিরিস্থিতিতেও নিজেকে বড় বানাতে অজস্র মিথ্যার বয়ান নিয়েছেন, জনগণ যেন তার কাছে বক-চুদ, কেহই কিছু বুঝে না, তিনিই সব বুঝেন! ফালতু রেসিপি সহ সংরক্ষণ, সব হাসির খোরাক, কিন্তু একজন প্রধানমন্ত্রী যে তা নয়, কেহ তাকে মনে করিয়েও দেয় নাই! শিল্প সাহিত্যিক বুদ্ধিজীবি, চলচিত্রের লোকেরা তার মাথা খেয়েছে বা তিনিও বিলিয়ে দিয়েছেন!
আগেও অনেকবার তার শাসনামলেও বলেছি, এখনো বলি, তিনি কিছুতেই দেশ শাসন বুঝেন নাই, একজন প্রধানমন্ত্রীর যে দেশের সকলের অভিবাবক, এতদিন শাসন করেও সেই জনগণের কাছেও যেতে পারেন নাই, মনজয় তো দুরের কথা, শেষের ১০ বছর তো পুরাই জনবিচ্ছিন্নই ছিলেন, সাধারন শহরের রাস্তাতেও তিনি নিজেকে নিরাপদ করতে পারেন নাই। তার চোখের সামনে চোর ডাকাতেরা ব্যাংক, বীমা, শেয়ারবাজার সহ সরকারী প্রায় প্রতিষ্ঠান লুট করে নিয়েছে, কোটি কোটি ডলার নানান কায়দায় পাচার করেছে বিদেশ, প্রত্রিকাতে সংবাদ বের হলেও তিনি বিশ্বাসই করেন নাই, একশন নেয়া তো দুরের কথা! খাদ্যে ভেজাল সহ দ্রব্যমুল্য, কোন কিছুতেই তার নজর ছিলো না! গ্রাম গঞ্জের মানুষ তার কর্মীদের দ্বারা নির্যাতিত/ধর্ষণ হতে হতে একটা চরম ঘৃনায় চলে গিয়েছিল, একটা বারের জন্যও তিনি তার কর্মীদের বলেন নাই যে, এমন করো না বা এমন করা যায় না! মানে বুঝা যেত তিনিই উৎসাহ দিতেন।
দেশের বিরাট অংশ একদিনে তার বিরুদ্ধে যায় নাই, দিনের পর দিন লেগেছে, বছরের পর বছর পার হয়েছে। পাশের দেশের স্বার্থ রক্ষার নামে যা ইচ্ছা করেছেন, যা ইচ্ছা দিয়েছেন (প্রকাশ্যে নিজেও লজ্জাহীন ভাবে বলেছেন), ভেবেছেন ওরাই তাকে মরার আগের দিনেও ক্ষমতায় রাখবে, তারাই তার সব কিছু, অথচ তিনি ইতিহাসের পাতা গুলো পড়েও দেখেন নাই, অতীত নিয়ে কোন গবেষণাও করেন নাই! অপরাধ কাকে বলে, হয়ত কোনদিন জানেন নাই।
যাই হোক, তার ও তার দলের মোসাহেবদের বিচার অবশ্যই দরকার এবং শাস্তিরও দরকার, কারন ভবিষ্যতে এমন কোন ব্যক্তি বা দল যেন আর এমন ধরনের বিশ্রী শাসনে অভস্থ্য না হয়ে উঠে!

সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


