আমাদের দেশে প্রচ্চুর অসৎ ক্ষমতাধর ব্যক্তি আছেন। যারা যেখানে সেখানে অবৈধ উপায়ে সরকারী জমি দখল করে বসে আছেন। ঐ সব জমির আশেপাশে নিজের ব্যবসা প্রতিষ্টান, এপার্টমেন্ট গড়ে তুলেছেন৷ আর এই সব জিনিস গুলা কে বৈধতা দিতে পাশে ই গড়ে তুলেছেন মসজিদ কিবাং মাদ্রাসা বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্টান! যেহেতু আমরা মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ৷ তাই ঐ জমির ব্যাপারে কথা বললে বা কিভাবে এখানে বাসা বাড়ি, মসজিদ, মাদ্রাসা গড়ে উঠলো বললে, দেশের মানুষ কে বুজানো যাবে গুটি কয়েক লোক মসজিদ-মাদ্রাসার বিপক্ষে, তারা চায় না এদেশে মসজিদ থাকুক৷ মাদ্রাসা থাকুক৷
এভাবে, এই সব ক্ষমতাধর চতুর ধুন্ধুমার লোক গুলো দেশের মানুষের সিম্পেথি নিয়ে মানুষ ঠকিয়ে টাকার কুমির হচ্ছে!!
নারায়ণয়গঞ্জে মসজিদের নিচ দিকে গ্যাস লাইন গেছে নাকি গ্যাস লাইনের উপরে মসজিদ হইছে, এই কন্ট্রোভার্সির কারনে ব্যাপার গুলা মাথা চাড়া দিয়ে উঠলো৷ শুনলাম, ঐখানের জমি গুলো ও নাকি এমন অবৈধ উপায়ে দখল করা.......!
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




