ঘূর্নিঝড় "সাত্রাং" কে যতটা হালকা মনে হইছিল, বাইরের বাতাস আর প্রকৃতি দেখে আসলে ততটা হালকা মনে হচ্ছে না। উপকূলে ইতিমধ্যে জরুরী অবস্থা ঘোষণা করা হইছে। আল্লাহ যেন উপকূলবর্তী বসবাসকারী সকল মানুষদের কে রক্ষা করেন। যদিও এদেশের উপকূলে বসবাসকারী প্রত্যেকটা মানুষ ফাইটার। এদের জীবন ই এক একটা থৃলার গল্প! এমন ও অনেকে আছে তাদের বাসা-বাড়ি ছয়/সাত বার করে পানির জলে অম্লান হইছে নয়ত বা ঘূর্নিঝড়ে বিলীন হউছে কিন্তু এরা আবার নতুন উদ্দোমে সব কিছু হাসি মুখে শুরু করেছে।
বর্তমানে সোশ্যাল মিডিয়া মানে ই ভাইরাস, সব কিছুতে হাসি ঠাট্টা খুজে বেড়ানো, মজা নেয়া, ট্রল করা। সেই প্রেক্ষিতে এবার ও দেখলাম, এই ঘূর্নিঝড় "সাত্রাং" এর নাম নিয়ে ট্রল হচ্ছে!
কেন ভাই!? সব কিছু নিয়ে কেন ট্রল করতে হবে? সেই ২০০৭ সালে ঘটা ঘূর্নিঝড় "সিডর" এ-র ক্ষয়-ক্ষতি এখন অবধি উপকূলের মানুষ কাটিয়ে উঠতে পারে নাই। এটা ১৪/১৫ বছর আগের কাহিনী আর আবার যদি সিডর টাইপ কিছু হয় এরা ৪০ বছর পিছিয়ে যাবে। সস্তা ট্রল, নাম নিয়ে উপহাস না করে ; মনে প্রানে দোয়া করি সবাই, যেন এ-ই যাত্রায় আল্লাহ আমাদের রক্ষা করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




