পরী ও এলিয়েনের বন্ধন
শ্বেত শুভ্র বরফের দেশে, নীরবতা ঘিরে রয়,
চাঁদের আলোয় ঝলমল করে, স্বপ্নরা কথা কয়।
সেখানে এক পরী ছিল, স্বর্ণ ডানা মেলে,
তুষার চূড়ার রাজ্যজুড়ে, একা সে পথ চলে।
হঠাৎ করে আকাশ ফাটে, নীলাভ আলো এসে ,
অজানা এক উড়ন্ত নৌকা বরফের মাঝে ভেসে ।
সেখান থেকে নেমে আসে এক অজানা আজব প্রাণী,
চক্ষু তার সমুদ্র এক, রূপ... বাকিটুকু পড়ুন


