গতকাল কি আমায় ভেবেছিলে আনমনে?
কোনো ছবি ভেসে এসেছিল কি তোমার মনে?
সেই সন্ধ্যা, যখন আকাশে মেঘেরা কাঁদে,
আমার কথা কি মনে পড়েছিল তোমার প্রাণে?
তুমি হয়তো জানো না, আমি তখন দূর পথে,
তবুও তোমার ছায়া ছিল আমার সঙ্গী রাতে।
তোমার হাসি, তোমার চোখের আভা,
আমার মনে জেগে উঠেছিল আবার বারবার।
গতকাল কি আমায় ভেবেছিলে আনমনে?
নাকি সময়ের স্রোতে ভেসে গেছো অন্য খানে?
তবুও আমি রয়েছি তোমারই স্মৃতির কোলে,
যেখানে তোমার নাম জড়িয়ে আছে আমার বোলে।
তোমার কথা ভাবি, ভাবি তোমারই গল্প,
তোমার ছোঁয়ায় জেগে ওঠে আমার স্বপ্নের কল্প।
গতকাল কি আমায় ভেবেছিলে আনমনে?
নাকি আমি রয়েছি শুধুই তোমারই মনে?
যেখানে যাই, তোমারই ছবি চোখে ভাসে,
তোমার কথা শুনি, তোমারই গান গায় পাশে।
গতকাল কি আমায় ভেবেছিলে আনমনে?
তুমি যদি ভেবে থাকো, তাহলে আমি রয়েছি তোমারই মনে।

সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


