পাবো না জেনেও তোমায় পেতে চেয়েছি,
মেঘের ক্যানভাসে তোমার ছবি একেছি।
তোমার হাসির মাঝে বাজে যে নুপুর
বাতাসে কান পেতে, আমি শুনি সেই সুর।
হাজার মাইল দূরে আছ, তবু মনে হয়,
প্রতি শ্বাসে আছ মিশে, মনের আয়নায়।
তোমায় পাওয়ার আশায়, স্বপ্ন বিভোর
তীব্র আঘাতেও আমার, কাটেনা সে ঘোর।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


