তুমি আমার দূরে থাকা ভীষণ কাছের কেউ,
তুমি আছো বলেই মনে খেলছে সুখের ঢেউ।
তোমার দেখা পাইনা যেন মেঘ লুকানো চাঁদ
তুমি আছো বলেই মনে ভাংছে সুখের বাঁধ।
তুমি যেন গভীর রাতের শব্দহীন এক গান
সেই গানেরই সুরে আমি জুড়াই আমার প্রাণ ।
তুমি যেন চাঁদের আলোয় ভেজা স্বপ্ন ছায়া
ভাবনা তোমার হৃদয়ে জাগায় ভালোলাগার মায়া ।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


