মানবজীবন একটি চলমান প্রক্রিয়া,
শিশুকাল থেকে কিশোর যূবক,বৃধ্ব্আমরা প্রতিনিয়ত সময় কে আন্তরে,মনে,হৃদয়ে ধারন করি,ভালো সময় মন্দ সময় সব কিছুই আপনার আমার মনে গঠন হতে থাকে,আমরা কোন সময় মন্দ স্মৃতি স্মরন করতে চাইনা,কিন্তু এগুলি প্রাকৃতিকভাবে চলে আসে,আর ভালো স্মৃতি গুলিকে জোর করে মনে আনতে হয়,খুব কম সংখ্যক লোক প্রকৃতি প্রদত্ত প্রতিভা নিয়ে জন্ম নেয় যাদের নিয়ে বাকি লোকেরা ফিচার,কলাম,স্তুতিগানে ব্যাস্ত থাকে,আবার অল্পসংখ্যক লোক ভাগ্যকে সাথে নিয়ে জন্মায়,যারা অপ্রত্যাশিত অনেক কিছু পেয়ে যাই,তাদের নিয়ে আবার আমরা সারাদিন গল্প করি,
জীবনের প্রতিটি পর্যায়ে আমরা অনেক অনেক সুন্দর সুখকল্পনা করি,আবার সময়ের শেষে সেই সুখসপ্ন অলীক বস্তুতে পরিনত হয়।
জীবন একটি প্রতিনিয়ত প্রতিযোগিতার মঞ্চ, অসংখ্য স্পার্ম এর মধ্যে প্রতিযোগিতা শেষে একটা স্পার্ম এর ঠিকে থাকা নিয়ে আমাদের জীবনের শুরু,দুনিয়ার যত সব যুদ্ধ আমাদের ঠিকে থাকার জন্য,এই যুদ্বে কেউ হয় খ্যাত, কেউ হয় কুখ্যাত, রামায়ণ এ রাম ছিলেন নায়ক আর রাবণ হলো খলনায়ক, দ্বিথীয় বিশ্বযুদ্বে মিত্র শক্তি নায়ক আর হিটলার খলনায়ক,কিন্তু আমার কাছে রাবণ কিংবা হিটলার কেউই খলনায়ক না, কারন প্রতিটি লোক তার কিছু কাল্পনিক মনোবাসনা টিক করে,এবং এই বাসনা পুরনে কার কি হয় তা তার ভাবার বিসয় বলে মনে করেনা,ভালোভাবে একটা জিনিস খেয়াল করলে প্রতিটি ভালো বিসয়ের ও একটা না একটা খারাপ দিক খুজে পাওয়া যাবে,উদাহারন দিলাম না আপনি মনে মনে যে কোন একটা ভালো জিনিসের খারাপদিক খুজলে পেয়ে যাবেন,শুধু রিলিজেন এর বিসয় বাদে,তাই আমার কাছে "সেলফিস" শব্দটাকে আমরা খুবই অকার্যকরভাবে প্রয়োগকরি বলে মনে হয়,আমার মতে সম সম লোক এর জন্যে ওই শব্দটি প্রয্যজ্য না,সেটা একটা সুস্থ লোকের সাথে অসুস্থ লোকের সাথে প্রয্যজ্য হতে পারে।তাই লৌকিকতা না দেখিয়ে ব্যাগ্রের মত হিংস্রভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই একমাত্র ব্রত হওয়া উচিত,সব সফল ব্যক্তির কোন না কোন না পাওয়া থাকে,আমরা ভাবি ইস আমার এই জিনিসটা যদি এই রকম না হয়ে ওই রকম হতো তাহলে আমি আজকে কই থাকতাম,আবার ভাবি এই জিনিসটা অল্পের জন্য হলোনা,আবার আমি যদি এই জিনিসটা ছেড়ে দিতে পারতাম,বা ওই জিনিসটা আমার মধ্যে থাকতো।অসফল শব্দটির জন্ম মনে হয় সফল এর আগে,কারন গুটিকয়েক মানুষ জীবনে সফলতা লাভ করে বাকিরা অসফল,
জীবনের কিছু কিছু সময়কে যদি একশ্যন রিপ্লে করা যেত তাহলে মনে হয় ওই সময় গুলিকে আমরা "এডিশন ডিলিশন"করতাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


