মিছিল আমায় আজকে বড় টানছে রাজপথে
বিজয় মিছিল শেষ করে ধরবো প্রিয়ার হাতে
ভাইয়ের রক্ত যায় গড়িয়ে, অশ্রু মায়ের চোখে
কেমন করে থাকবো বসে, সাধ্য কার রুখে
প্রিয়া তোমায় কথা দিলাম, আসছি আমি ফিরে
তোমার জন্য একটি গোলাপ মন গহীনের নীড়ে
মিছিল আমায় আজকে বড় টানছে মহাক্ষোভে
আঁধার কেটে হাসবে দেখো সূর্যটাযে পূবে
বাঁধন হারা বিপ্লবীরা বের হয়েছে ভাই
কন্ঠ ছেড়ে শ্লোগান তুলে "যুদ্ধে চলো যাই"
হায়েনা মুক্ত দেশ গড়বো বজ্র-নিনাদ তুলি
ভাইয়ের রক্ত সারাদেশে কেমনে আমি ভুলি
মিছিল আমায় আজকে বড় টানছে জনস্রোতে
গন হত্যার প্রতিশোধ হবেই আমায় নিতে