ভেবেছিলাম ৪৭ বছরের পুরানো আবর্জনা পরিষ্কারে দ্বায়িত্বরতদের কোন বিরোধী নাই। কিন্তু আজ প্রতীয়মান হয়ে গেলো এদেশের কিছু মানুষ আবর্জনার সাথেই বসবাস করতে পছন্দ করে। এই নিকৃষ্ট শ্রেনীর মানুষ রূপী পশুরা আবর্জনার কীটের চেয়েও নোংরা। পরিতাপের বিষয় যে এদের সংগঠনের নামের প্রথমাংশে #ছাত্র লাগানো আছে। কিন্তু শ্রমিক নামধারী মাফিয়াদের পা-চাটা গোলাম হয়ে আজ পুলিশের সাথে ছাত্র নামধারী সংগঠনের নেতা-কর্মীরাও ন্যাক্কারজনক ভাবে কিশোর-কিশোরীদের উপর হামলা করেছে।
যেহেতু বিপক্ষ দল হামলা করে জানান দিলো তারা দেশ সংস্কার করতে চায়না, বরং নির্যাতনের মাধ্যমে এই শোভন-সুশৃংখল আন্দোলন দমন করতে চায়। তাই আগামীকাল থেকে সবাইকে রাস্থায় নামতে হবে, আপনি শিক্ষক, আপনি ছাত্র, আপনি ইমাম-পুরোহিত, আপনি ব্যবসায়ী, আপনি সংস্কৃতি-কর্মী, আপনি কবি-সাহিত্য কর্মী, আপনি সাংবাদিক, আপনি যাহাই হোন না কেনো কাল থেকে কিশোরদের সাথে নেমে পড়ুন, তাদের নেতৃত্ব মেনে নিয়ে রাস্তায় নেমে পড়ুন।
#রাস্ট্রের_মেরামত_কাজে_অংশগ্রহন_করুন
#নিরাপদ_সড়ক_চাই
#নৌমন্ত্রী_শাজাহানের_পদত্যাগ_চাই
#পুলিশ_লীগ_কোন_চ্যাটের_বাল