আজ শুক্রবার ও কাল শনিবার সাপ্তাহিক ছুটির দিনে যদি ঢাকা শহরের ৩ ভাগের ১ ভাগ মানুষ রাস্তায় নেমে তোমাদের সাথে একাত্মতা না করে। যদি দ্যাখো এদেশের জংধরা সাংবাদিক, কবি-সাহিত্যিক, চাকুরীজীবি, মন্ত্রী, এমপি, পুলিশ-আর্মী, ছাত্র ও জনতা তোমাদের পাশে এসে দাঁড়ায় নি। বিবেকের টানে যদি সকল পেশা ও শ্রেনীর মানুষ মুক্ত বাতাসে শ্বাস নিতে না চায়, যদি পরিবর্তনকে ভয় পায়, যদি শাজাহানের মতো খেকো শেয়ালদের ভয়ে জড়োসরো হয়ে ঘরের কোনে বসেই থাকে।
তবে তোমাদেরকে বলবো, দয়াকরে তোমরা আমাদের ক্ষমা করো। ক্ষমা করে ঘরে ফিরে যেও। তোমরা যা দেখিয়েছো তা বাংলাদেশ ৯০ এর পরে বিগত ২৮ বছরে দেখাতে পায়নি। ঘুণে ধরা সমাজটাকে যে বদলানো সম্ভব তা দেখানোর পরও যদি রাষ্ট্রযন্ত্র ও তার পাচাটা গোলামদের শিক্ষা নয়, তাহলে ঘরে ফিরে যাও। ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করছি এই কারনে যে, বাংলাদেশে তাহরীর স্কয়ার হবে না, বাংলাদেশ তিনিসিয়া হবে না। বরং সরকার ঘোষনা দিয়ে তোমাদের মধ্য থেকে অনেকেই গুম-খুন করে ফেলতে পারে। তারপর বলা হবে তোমরা জামায়াত-শিবির।
তবে একটা অনুরোধ করবো, যে আগুন তোমাদের বুকে জ্বেলেছো সে আগুন নিভিয়ে দিওনা। সে আগুনটা পুষে রাখবে। আমরা একদিন এই ৪৭ বছরের জঞ্জাল সাফ করবোই।
ণুূহের প্লাবনে ধূয়ে মুছে সাফ করে দিবো বাংলাদেশ।
Anyone involved in this great phenomenal movement need anything please do not hesitate to contact me. I will try my level best to help you.
#Peace&Love
#শান্তি_ও_ভালোবাসা
#দূর্নীতি_কোন_চ্যাটের_বাল
#অপশাসন_কোন_চ্যাটের_বাল
#শাজাহান_কোন_চ্যাটের_বাল