|| আল মাহমুদ ||
মৃত্যুর ফেরেশতা ঠিকই এসেছেন
প্রার্থিত শুভ শুক্রবারে
কালেমা ধ্বণিতে শায়িত হলেন
শাহাদাতের বাণী সৎকারে
কবরের ফেরেশতা এসে
জিজ্ঞাসিলেন কে রব, কি দ্বীন
কবি সহাস্যে উত্তর দেন
সাথে দু' পঙক্তি "সোনালী কাবিন"
কবির দরাজ কন্ঠে বিমুগ্ধ
কবরের ফেরেশতা মুনকার-নাকীর
তিনে মিলে প্রভুর মনজিলে
মায়াবী পর্দা জুড়ে কাব্যিক জিকির
প্রেম, প্রকৃতি ও দ্রোহের কবি
কবিতার পুত আল মাহমুদ
মানুষের পর ফেরেশতাদেরও করেছো
কাব্যে, গল্পে, আড্ডায় বুঁদ
#Al_Mahmud
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত